Wednesday, May 14, 2025

দেশের পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও ভয়ানক, এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন অভিষেক

Date:

Share post:

“ভারতের বর্তমান পরিস্থিতি এখন জরুরি অবস্থার থেকেও ভয়ানক”, “সিবিআই-ইডি নিজেদের নিরপেক্ষতার প্রমাণ দিক”, বৃহস্পতিবার সল্টলেক সেন্ট্রাল পার্কে একুশে জুলাই উপলক্ষ্যে অস্থায়ী শিবির পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের সরকার ও শাসক বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, কয়লা কাণ্ডে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরও একবার রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । একইসঙ্গে তলব করা হয়েছে বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকে। কয়লা পাচার কাণ্ডে এই দুই মন্ত্রী-বিধায়ককে জেরা করতেই তলব করা হয়েছে। আগামিকাল, শুক্রবার বেলা ১১টার মধ্যে দিল্লির ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে মলয়বাবু ও সুশান্তকে। প্রসঙ্গত, মলয়বাবু এর আগেও চারবার ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। কিন্তু সুশান্তকে এই প্রথমবার ডাকল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এই দুই দলীয় বিধায়ককে এজেন্সির তলব নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ইডি, সিবিআই যে নিরপেক্ষ আগে তার প্রমাণ দিক। ঘরে চুরি হলে নিরাপত্তারক্ষীদের প্রশ্ন করেন, নাকি প্রতিবেশিকে বলেন। কোলিয়ারির নিরাপত্তার দায়িত্বে তো থাকে সিআইএসএফ, তারা কেন্দ্রের তো আওতাধীন। তাদের বলুন। আমরা আমাদের কাজ করব, সিবিআই ওদের কাজ করুক।”

একইসঙ্গে কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, “ভারতবর্ষের পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ হয়েছে। ২০১৪ সালের পর থেকে গ্যাস, কেরোসিনের দাম যেভাবে বেড়েছে তাতে মানুষ না পাচ্ছে গ্যাসে রান্না করতে, না পারছে কেরোসিনে। আর যারা প্রতিবাদ করছে, তাদের বিরুদ্ধে এজেন্সি লাগাচ্ছে। আমরা মাঠে ময়দানে নেমে প্রতিবাদ করার শপথ নিয়েছি। একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দিক নির্দেশিকা নেবো। সেই পথেই এগিয়ে যাবো। মেরুদন্ড বিক্রি করিনা আমরা। যারা মেরুদণ্ড বিক্রি করে তাদের ছাড়। এজেন্সিকে দিয়ে কাজ করছে। সারদা কেলেঙ্কারিতে সুদীপ্ত সেন নিজে শুভেন্দু অধিকারীর নাম বলছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছে। সংবাদ মাধ্যমকে বলেছে। গ্রেফতার তো দূরের কথা, সিবিআই একবার একবার ডেকে তো জিজ্ঞাসাও করতে পারতো। কিন্তু করছে না। তবে আমাদের পিছনে যত ইডি-সিবিআই লাগবে, তত আমাদের জন সমর্থন বাড়বে। ইডি-সিবিআই দিয়ে আমাদের থামিয়ে রাখা যাবে না। সেটা আগেও প্রমাণ হয়েছে।”

আরও পড়ুন- ঐতিহাসিক জয়ের পরে শিলিগুড়ি মহকুমা পরিষদের বোর্ড গঠন

spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...