কপালে চিন্তার ভাঁজ ফেলে রাজ্যে বাড়ছে করোনার (Corona) গ্রাফ। শুধু তাই নয়, একদিনে রাজ্যে করোনায় মৃত্যু ৫জনের। একদিনে আক্রান্ত ৩০২৯জন। দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana), তারপরেই কলকাতা (Kolkata)।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এই পর্যায়ে এদিনই প্রথম আক্রান্তের সংখ্যা তিন হাজারের গণ্ডি পেরল। বেড়েছে পজিটিভিটি রেটও, বৃহস্পতিবার রেট ১৮.৯৫। দেশেও আবার ঊর্ধ্বগামী দৈনিক সংক্রমণের গ্রাফ।

আরও পড়ুন- উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ১৭ জুলাই বৈঠকে বিরোধীরা
