Sunday, November 9, 2025

রেলের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়, তৃণমূল বিধায়কের নেতৃত্ব মিছিল

Date:

Share post:

রেলের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়। দীর্ঘ ৬০-৭০ বছর ধরে ব্যান্ডেল আমবাগান রেল কলোনি এলাকায় বসবাস করছে বেশ কয়েকশো পরিবার। কিন্তু অভিযোগ গত কয়েক মাস আগে রেলের পক্ষ থেকে এই সমস্ত বসবাসকারী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে উচ্ছেদের নোটিশ দিয়েছে। ১৫ জুলাই-এর মধ্য তাঁদের ঘর ছেড়ে দেবার কথা নোটিশে বলা হয়েছে। এই নিয়ে কয়েক মাস ধরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই সমস্ত অসহায় মানুষদের পুনর্বাসনের জন্য আন্দোলন চলছে। ইতিপূর্বে বেশ কয়েকবার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar) রেল কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে অনুরোধ করেছেন এখানে বসবাসকারীদের যথাযথ পুনর্বাসন দিয়ে তবে যেন তাদের সরানো হয়। কিন্তু রেলের পক্ষ থেকে শুক্রবারই তাদের ঘর ছেড়ে যাওয়ার কথা বলা হয়। এই নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ব্যান্ডেল আমবাগান কলোনি এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এদিন সকালে সেই উচ্ছেদের নোটিশ ছিড়ে ফেলে ঝাঁটা হাতে বিধায়কের নেতৃত্বে মিছিল হয়। রেলের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে গোলাপ ফুল দিয়ে বিধায়ক আবেদন করেন যেন তাদের উচ্ছেদের আগে পুনর্বাসন দেওয়া হয়।

পরে বিধায়ক অসিত মজুমদার জানান, “আজ আবার এসেছিলাম এবং রেলের আধিকারিকের হাতে গোলাপ ফুল দিয়ে তাঁদের কাছে অনুরোধ করলাম বন্ধুত্বের হাত বাড়ালাম যাতে তাদের উচ্ছেদ করার আগে প্রয়োজনীয় পুনর্বাসন দেওয়া হয়। পুনর্বাসন ছাড়া আম ব্যান্ডেল আম বাগান এলাকার রেলের জমিতে বসবাসকারী কোন মানুষকেই উচ্ছেদ করা যাবে না। এবং যদি উচ্ছেদ হয় তার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হবে।“ অন্যদিকে রেলের পক্ষ থেকে বলা হয়েছে আইনের যে ব্যবস্থা আছে এবং কোর্টের অর্ডার অনুযায়ী রেল এই নোটিশ দিয়েছে।

আরও পড়ুন- ব্রিটিশ শাসনেও এমন পরাধীনতা ছিল না, রাষ্ট্রপতিকে অবহেলা, “অসংসদীয়” শব্দ বিতর্কে তোপ অভিষেকের

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...