Sunday, August 24, 2025

রেলের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়, তৃণমূল বিধায়কের নেতৃত্ব মিছিল

Date:

Share post:

রেলের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়। দীর্ঘ ৬০-৭০ বছর ধরে ব্যান্ডেল আমবাগান রেল কলোনি এলাকায় বসবাস করছে বেশ কয়েকশো পরিবার। কিন্তু অভিযোগ গত কয়েক মাস আগে রেলের পক্ষ থেকে এই সমস্ত বসবাসকারী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে উচ্ছেদের নোটিশ দিয়েছে। ১৫ জুলাই-এর মধ্য তাঁদের ঘর ছেড়ে দেবার কথা নোটিশে বলা হয়েছে। এই নিয়ে কয়েক মাস ধরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই সমস্ত অসহায় মানুষদের পুনর্বাসনের জন্য আন্দোলন চলছে। ইতিপূর্বে বেশ কয়েকবার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar) রেল কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে অনুরোধ করেছেন এখানে বসবাসকারীদের যথাযথ পুনর্বাসন দিয়ে তবে যেন তাদের সরানো হয়। কিন্তু রেলের পক্ষ থেকে শুক্রবারই তাদের ঘর ছেড়ে যাওয়ার কথা বলা হয়। এই নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ব্যান্ডেল আমবাগান কলোনি এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এদিন সকালে সেই উচ্ছেদের নোটিশ ছিড়ে ফেলে ঝাঁটা হাতে বিধায়কের নেতৃত্বে মিছিল হয়। রেলের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে গোলাপ ফুল দিয়ে বিধায়ক আবেদন করেন যেন তাদের উচ্ছেদের আগে পুনর্বাসন দেওয়া হয়।

পরে বিধায়ক অসিত মজুমদার জানান, “আজ আবার এসেছিলাম এবং রেলের আধিকারিকের হাতে গোলাপ ফুল দিয়ে তাঁদের কাছে অনুরোধ করলাম বন্ধুত্বের হাত বাড়ালাম যাতে তাদের উচ্ছেদ করার আগে প্রয়োজনীয় পুনর্বাসন দেওয়া হয়। পুনর্বাসন ছাড়া আম ব্যান্ডেল আম বাগান এলাকার রেলের জমিতে বসবাসকারী কোন মানুষকেই উচ্ছেদ করা যাবে না। এবং যদি উচ্ছেদ হয় তার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হবে।“ অন্যদিকে রেলের পক্ষ থেকে বলা হয়েছে আইনের যে ব্যবস্থা আছে এবং কোর্টের অর্ডার অনুযায়ী রেল এই নোটিশ দিয়েছে।

আরও পড়ুন- ব্রিটিশ শাসনেও এমন পরাধীনতা ছিল না, রাষ্ট্রপতিকে অবহেলা, “অসংসদীয়” শব্দ বিতর্কে তোপ অভিষেকের

spot_img

Related articles

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...