Saturday, January 10, 2026

রেলের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়, তৃণমূল বিধায়কের নেতৃত্ব মিছিল

Date:

Share post:

রেলের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়। দীর্ঘ ৬০-৭০ বছর ধরে ব্যান্ডেল আমবাগান রেল কলোনি এলাকায় বসবাস করছে বেশ কয়েকশো পরিবার। কিন্তু অভিযোগ গত কয়েক মাস আগে রেলের পক্ষ থেকে এই সমস্ত বসবাসকারী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে উচ্ছেদের নোটিশ দিয়েছে। ১৫ জুলাই-এর মধ্য তাঁদের ঘর ছেড়ে দেবার কথা নোটিশে বলা হয়েছে। এই নিয়ে কয়েক মাস ধরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই সমস্ত অসহায় মানুষদের পুনর্বাসনের জন্য আন্দোলন চলছে। ইতিপূর্বে বেশ কয়েকবার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar) রেল কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে অনুরোধ করেছেন এখানে বসবাসকারীদের যথাযথ পুনর্বাসন দিয়ে তবে যেন তাদের সরানো হয়। কিন্তু রেলের পক্ষ থেকে শুক্রবারই তাদের ঘর ছেড়ে যাওয়ার কথা বলা হয়। এই নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ব্যান্ডেল আমবাগান কলোনি এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এদিন সকালে সেই উচ্ছেদের নোটিশ ছিড়ে ফেলে ঝাঁটা হাতে বিধায়কের নেতৃত্বে মিছিল হয়। রেলের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে গোলাপ ফুল দিয়ে বিধায়ক আবেদন করেন যেন তাদের উচ্ছেদের আগে পুনর্বাসন দেওয়া হয়।

পরে বিধায়ক অসিত মজুমদার জানান, “আজ আবার এসেছিলাম এবং রেলের আধিকারিকের হাতে গোলাপ ফুল দিয়ে তাঁদের কাছে অনুরোধ করলাম বন্ধুত্বের হাত বাড়ালাম যাতে তাদের উচ্ছেদ করার আগে প্রয়োজনীয় পুনর্বাসন দেওয়া হয়। পুনর্বাসন ছাড়া আম ব্যান্ডেল আম বাগান এলাকার রেলের জমিতে বসবাসকারী কোন মানুষকেই উচ্ছেদ করা যাবে না। এবং যদি উচ্ছেদ হয় তার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হবে।“ অন্যদিকে রেলের পক্ষ থেকে বলা হয়েছে আইনের যে ব্যবস্থা আছে এবং কোর্টের অর্ডার অনুযায়ী রেল এই নোটিশ দিয়েছে।

আরও পড়ুন- ব্রিটিশ শাসনেও এমন পরাধীনতা ছিল না, রাষ্ট্রপতিকে অবহেলা, “অসংসদীয়” শব্দ বিতর্কে তোপ অভিষেকের

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...