Thursday, August 28, 2025

২০২৪-এর ১৫ অগস্ট লালকেল্লা থেকে ভাষণ দেবে বাংলার মেয়ে: বার্তা কুণালের

Date:

Share post:

আসন্ন ২১ জুলাইকে নজরে রেখে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে তৃণমূল(TMC)। শুক্রবার কেশিয়াড়িতে প্রচারে গিয়ে তৃণমূলের আগামী লক্ষ্য ঠিক করে দেওয়ার পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। রীতিমতো সুর চড়িয়ে তিনি জানিয়ে দিলেন, ২১ জুলাই শপথ হবে ২০২৪ সালের ১৫ অগস্ট লালকেল্লায়(Lalkella) ভাষণ দেবেন বাংলার মেয়ে তৈরি হবে মানুষের সরকার। একইসঙ্গে বিজেপির জনবিরোধী নীতি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে চেনা সুরে আক্রমণ শানালেন কুণাল।

২১ জুলাই ধর্মতলা চলোর সমর্থনে কেশিয়াড়িতে তৃণমূলের জনসভায় উপস্থিত হয়ে কুণাল ঘোষ বলেন, “২১ জুলাই শুধু তৃণমূল নয়, বাংলার রাজনীতির অভিমুখ। এই ২১ জুলাই ঠিক করে দেয় বাংলার রাজনীতি কোনদিকে যাবে।” একইসঙ্গে এদিন ২১ জুলাইয়ের শপথ ঠিক করে দিয়ে কুণাল বলেন, “২১ জুলাই শপথ হবে ২০২৪ সালের ১৫ অগস্ট লালকেল্লায় হাওয়াই চপ্পল পরা তাঁতের শাড়ি পরা বাংলার মেয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং মানুষের সরকার তৈরি হবে।” একইসঙ্গে দিল্লির মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়ে কুণাল বলেন, আজ গোটা দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে, পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন, সার, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হুড়মুড়িয়ে বেড়ে চলেছে। আর ওরা বলছে জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলতে আপত্তি নেই যদি এই সব জিনিসের দাম কমে তবে।

পাশাপাশি তিনি বলেন, “সিপিএম জমানাও ভুললে চলবে না। ৩৪ বছরের বাম শাসনে সন্ত্রাস, হত্যা, গণহত্যা, ধর্ষণ, অনাহার, অশিক্ষা। প্রাথমিকে ইংরেজি শিক্ষায় বাধা দিয়েছিল ওরা। আশির দশকে কম্পিটার ঢুকতে বাধা দেওয়া হয়। পশ্চিম মেদনিপুর, ঝাড়গ্রাম, জঙ্গলমহলে কোনও উন্নয়ন হয়নি বাম আমলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর জনপ্রতিনিধিদের নিয়ে সুন্দর জঙ্গলমহল গড়ে তুলেছেন।”

এদিনের জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও একহাত নেন কুণাল। সুর চড়িয়ে তিনি বলেন, ভোটের আগে কারও কারও মনে হল বিজেপি আসবে। ওমনি তাঁদের মনে হল দমবন্ধ লাগছে। প্লেন এলো। প্লেনে করে দিল্লি গেল। আর ভোট পার হতে তাঁরা এখন বলছে, দিদি অটো পাঠাও, ফিরে আসি।” একইসঙ্গে যোগ করেন, “বিজেপির পার্টি অফিসে বেঁধে রাখা কুকুরের মত ঘুরঘুর করছে শুভেন্দু। একটা চোর, তোলাবাজ, বেইমান ওকে কলার ধরে গ্রেফতার করাব। ২০১৬ সালে নারদায় ঘুষ নিয়েছিল। সেটা কে দেখিয়েছিল বিজেপি, গ্রেফতারের দাবি কে তুলেছে? বিজেপি। কি করে সে এখনও বাইরে ঘুরছে? এজেন্সি শুধু তৃণমূলের জন্য?” রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়কেও, ‘বিজেপির দালাল, বিজেপির এজেন্ট’ বলে তোপ দাগেন কুণাল।

একইসঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কথাও স্মরণ করিয়ে দিয়ে কুণাল ঘোষ বলেন, “আসন্ন ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। যেখানে বিরোধীদের তরফে প্রার্থী তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা। গোটা দেশের নেতৃত্ব তাঁকে ভোট দেবেন। বিজেপি থেকেও বিবেক ভোট হবে। বিজেপি যারা নিপীড়িত, দলের অন্দরে দলবাজিতে বীতশ্রদ্ধ তাঁরা ভোট দেবেন। লড়াই রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে শুরু হচ্ছে। এই লড়াই ২৩-এর পঞ্চায়েত নির্বাচন হয়ে ২০২৪ সালে দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎখাত করে মমতার নেতৃত্বে সরকার গড়া পর্যন্ত চলবে।”


spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...