Wednesday, November 12, 2025

মিলছে না প্রাপ্য টাকা, জুনে GST বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ১,৬৩৭ কোটি

Date:

Share post:

রাজ্যের বকেয়া টাকা মেটাচ্ছে না কেন্দ্র। বারবার মোদি সরকারের(Modi Govt) বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে তৃণমূল সরকার(TMC Govt)। এদিকে কেন্দ্রের(Central) কাছে রাজ্যের বকেয়া টাকার পাহাড় জমছে। সেই তালিকায় ১০০ দিনের কাজ, আবাস যোজনা, অতীতের আমফান, ফণীর মতো ঝড়ের বকেয়া টাকার পাশাপাশি বকেয়া রয়েছে জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্য কয়েক হাজার কোটি টাকা। অতীতের বকেয়া টাকার বাইরে এবার জিএসটি বাবদ শুধু জুন মাসে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকার হিসেব প্রকাশ্যে আনল মোদি সরকার। যেখানে দেখা যাচ্ছে, বিরোধী রাজ্যগুলির জিএসটি বাবদ বকেয়া সবচেয়ে বেশি।

সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। সেখানেই তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়ের(Saugata Toy) তরফে লিখিত প্রশ্নে জানতে চাওয়া হয় জিএসটি বাবদ রাজ্যগুলির বকেয়ার হিসেব। তারই উত্তরে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের রাজ্যগুলির জিএসটি ক্ষতিপূরণ বাবদ বকেয়া টাকার হিসেব প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শুধুমাত্র জুন মাসে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া রয়েছে ১,৬৩৭ কোটি টাকা। পশ্চিমবঙ্গের পাশাপাশি জুন মাসে দেশের বাকি রাজ্যগুলির বকেয়া টাকার হিসেবও প্রকাশ্যে এনেছে কেন্দ্র। যেখানে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত অসমে বকেয়া রয়েছে ৩৮৬ কোটি টাকা, দিল্লির বকেয়া ২৪১৫ কোটি, অন্ধ্রপ্রদেশের ১৩৭১ কোটি টাকা, মধ্যপ্রদেশের ১৪৫২ কোটি টাকা, মহারাষ্ট্রের ৪১৮৩ কোটি টাকা ওড়িশার ১০৫২ কোটি, তামিলনাড়ুর ২৪৯৩ কোটি, তেলেঙ্গানার ১১৩৪ কোটি, উত্তরপ্রদেশের ২৪১৭ কোটি, উত্তরাখণ্ডের ৬৮৭ কোটি টাকা। তালিকায় কার্যত স্পষ্ট বিরোধী রাজ্যগুলির সবচেয়ে বেশি বকেয়া আটকে রাখা হয়েছে। এখানে অবশ্য উত্তরপ্রদেশের ২৪১৭ কোটির প্রসঙ্গ উঠলেও সংখ্যা বলছে উত্তরপ্রদেশের জনসংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি।  তবে এই বিপুল অঙ্কের বকেয়া টাকা কবে রাজ্যগুলিকে দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি কেন্দ্রের তরফে।

প্রসঙ্গত, শুরু থেকেই বাংলার সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের আচরণ বৈমাতৃসুলভ এ অভিযোগ বারবার তুলেছে তৃণমূল। কেন্দ্রের কাছে রাজ্যের বিপুল অঙ্কের বকেয়া টাকার পাশাপাশি ১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে। এই টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেও কোনও উচ্চবাচ্য করতে দেখা যায়নি কেন্দ্রকে। এহেন পরিস্থিতির মাঝে কেন্দ্রের রিপোর্ট জানালো শুধুমাত্র জুন মাসে কেন্দ্রের কাছে রাজ্যের জিএসটি বাবদ বকেয়া ১,৬৩৭ কোটি টাকা।


spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...