Monday, November 17, 2025

বিজনেস স্কুলের আর্থিক দুর্নীতিকাণ্ডে ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন অর্পিতা, তারপরও কেন ঘরে এত টাকা?

Date:

Share post:

এসএসসি দুর্নীতিকাণ্ডে শনিবারই গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর বাড়ি থেকে কার্যত টাকার পাহার উদ্ধার করেছে ইডি। ‘এত টাকা কোথা থেকে এল’-এই প্রশ্নের উত্তর চেয়ে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। তবে এই প্রথম ইডির মুখোমুখি নয়,সূত্রের খবর,  এর আগেও তিন বার অর্পিতাকে তলব করা হয়েছিল। একটি বিজনেস স্কুলের আর্থিক দুর্নীতিকাণ্ডে নাম উঠে এসেছিল অর্পিতার। ইডির ডাক পেয়ে দু’বার জেরার মুখেও পড়েছিলেন অর্পিতা।

আরও পড়ুন:কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই: জানালেন অর্পিতা

এসএসসি দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের নাম উঠতেই টালিগঞ্জের বিলাসবহুল ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকার সঙ্গে দেড় কেজি সোনার গয়না ছাড়াও বিদেশি মুদ্রার হদিস পায় ইডি। এতেই প্রশ্ন উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের র‍্যাডারে থাকার পরও, তাঁকে ডাকার পরও ঘরে কীভাবে এত টাকা রাখলেন অর্পিতা? তাঁর কাছে এত টাকা কোথা থেকে এলো, সেনিয়ে একাধিকবার প্রশ্ন করেন ইডি আধিকারিকরা। যদিও কোনও সদুত্তর মেলেনি বলে ইডি সূত্রের খবর।

শনিবার তাঁকে গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার পর রবিবার ফের একবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি কর্তারা। সেখানে পৌঁছতেই অর্পিতা সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘ আইন আইনের পথে চলবে, আইন ব্যবস্থার উপর পূর্ণ ভরসা রয়েছে।’ স্বাস্থ্য পরীক্ষার পর সেখান থেকে কড়া নিরাপত্তায় অর্পিতাকে এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ইডি সূত্রের খবর, অর্পিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবেন।

এর আগে বিজনেস স্কুলের আর্থিক লেনদেনের দুর্নীতিতে কীভাবে জড়িয়েছিলেন অর্পিতা, কেনই বা তাঁর নাম উঠে এসেছিল সেসব নিয়েই প্রশ্ন উঠছে। যদিও এসএসসি দুর্নীতিতে তাঁর কোনও হাত নেই বলেই দাবি করছেন অর্পিতা মুখোপাধ্যায়।









spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...