Wednesday, January 7, 2026

বিজনেস স্কুলের আর্থিক দুর্নীতিকাণ্ডে ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন অর্পিতা, তারপরও কেন ঘরে এত টাকা?

Date:

Share post:

এসএসসি দুর্নীতিকাণ্ডে শনিবারই গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর বাড়ি থেকে কার্যত টাকার পাহার উদ্ধার করেছে ইডি। ‘এত টাকা কোথা থেকে এল’-এই প্রশ্নের উত্তর চেয়ে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। তবে এই প্রথম ইডির মুখোমুখি নয়,সূত্রের খবর,  এর আগেও তিন বার অর্পিতাকে তলব করা হয়েছিল। একটি বিজনেস স্কুলের আর্থিক দুর্নীতিকাণ্ডে নাম উঠে এসেছিল অর্পিতার। ইডির ডাক পেয়ে দু’বার জেরার মুখেও পড়েছিলেন অর্পিতা।

আরও পড়ুন:কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই: জানালেন অর্পিতা

এসএসসি দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের নাম উঠতেই টালিগঞ্জের বিলাসবহুল ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকার সঙ্গে দেড় কেজি সোনার গয়না ছাড়াও বিদেশি মুদ্রার হদিস পায় ইডি। এতেই প্রশ্ন উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের র‍্যাডারে থাকার পরও, তাঁকে ডাকার পরও ঘরে কীভাবে এত টাকা রাখলেন অর্পিতা? তাঁর কাছে এত টাকা কোথা থেকে এলো, সেনিয়ে একাধিকবার প্রশ্ন করেন ইডি আধিকারিকরা। যদিও কোনও সদুত্তর মেলেনি বলে ইডি সূত্রের খবর।

শনিবার তাঁকে গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার পর রবিবার ফের একবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি কর্তারা। সেখানে পৌঁছতেই অর্পিতা সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘ আইন আইনের পথে চলবে, আইন ব্যবস্থার উপর পূর্ণ ভরসা রয়েছে।’ স্বাস্থ্য পরীক্ষার পর সেখান থেকে কড়া নিরাপত্তায় অর্পিতাকে এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ইডি সূত্রের খবর, অর্পিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবেন।

এর আগে বিজনেস স্কুলের আর্থিক লেনদেনের দুর্নীতিতে কীভাবে জড়িয়েছিলেন অর্পিতা, কেনই বা তাঁর নাম উঠে এসেছিল সেসব নিয়েই প্রশ্ন উঠছে। যদিও এসএসসি দুর্নীতিতে তাঁর কোনও হাত নেই বলেই দাবি করছেন অর্পিতা মুখোপাধ্যায়।









spot_img

Related articles

শীতে মানুষের পাশে পুলিশ: ৩৫০ দুঃস্থকে শীতবস্ত্র প্রদান সন্দেশখালিতে

শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো...

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি ২০ জানুয়ারি থেকে, ঘোষণা পর্ষদের

চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে বলে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। ওই...

কলকাতা ও হাওড়ায় বায়ুদূষণ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

কলকাতা ও হাওড়া শহরজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ রুখতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আকাশ শর্মা নামে এক...

জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

বুধবার ইটাহার শহর কার্যত জনজোয়ারে ভাসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরকে ঘিরে...