চিন-পাকিস্তান করিডোরে তৃতীয় দেশকে সামিলের চেষ্টা, কড়া সমালোচনা ভারতের

পাক অধিকৃত কাশ্মীরে(POK) কোটি কোটি ডলার ব্যয়ে নির্মীয়মাণ চিন-পাকিস্তান(China-Pakistan) অর্থনৈতিক করিডর(সিপিইসি)। অন্যান্য দেশগুলিকেও এই প্রয়াসে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন জানাণো হয়েছে। চিন ও পাকিস্তানের কড়া সমালোচনা করে এই প্রয়াসের তীব্র প্রতিবাদ জানালো ভারত।

সিপিইসি-তে তৃতীয় দেশের অন্তর্ভুক্তির তীব্র প্রতিবাদ করে ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে। এপ্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “ওই করিডরে যা হচ্ছে তা একেবারেই বেআইনি, অবৈধ ও অগ্রহণযোগ্য। ভারত এর বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ করবে।” তিনি আরও বলেন, “আমরা এমন রিপোর্ট পেয়েছি, যেখানে বলা হয়েছে তথাকথিত সিপিইসি প্রকল্পে তৃতীয় দেশকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই ধরনের কার্যকলাপ সরাসরি ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় প্রভাব ফেলে।”

উল্লেখ্য, শুক্রবার অনুষ্ঠিত হয় সিপিইসি-র আন্তর্জাতিক সহযোগিতা এবং সমন্বয় সম্পর্কিত বৈঠক। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই বৈঠকে অংশগ্রহণকারী চিন ও পাকিস্তান এই অর্থনৈতিক করিডোরের অংশ হতে অন্য দেশগুলোকেও শামিল হওয়ার আমন্ত্রণ জানায়। মঙ্গলবার তারই তীব্র প্রতিবাদে সরব হল ভারত। প্রসঙ্গত, ২০১৩-য় শুরু হওয়া এই অর্থনৈতিক করিডোর পাকিস্তানের গদর বন্দরের সঙ্গে চিনের শিনঝিয়াং প্রদেশকে যুক্ত করেছে। এই করিডোর পাক অধিকৃত কাশ্মীর হয়ে যাওয়ায়, তা নিয়ে স্বভাবতই শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে ভারত।