Wednesday, December 17, 2025

কালীকে অপমান করেছে BJP, পুজো ও ইভেন্টের পার্থক্য জানে না: নিজের ঘরেই বিদ্ধ সুকান্তরা

Date:

Share post:

রাজনীতিতে ভেসে থাকতে কালীকে হাতিয়ার করে ময়দানে নেমেছিল বঙ্গে বিজেপি। ২৮ জুলাই সেন্ট্রাল এভিনিউতে রাজ্য সদর দফতরের সামনে বিশেষ কালীপুজো(Kali Puja) করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে শেষ বেলায় সে সিদ্ধান্ত থেকে পিছু হঠেন সুকান্ত-শুভেন্দুরা। আর এই ঘটনায় নতুন করে উস্কে উঠল বিতর্ক। সুকান্ত-শুভেন্দুদের তোপ দেগে সরব হল বিজেপির(BJP) বিক্ষুব্ধ গোষ্ঠী ‘সেভ বেঙ্গল বিজেপি'(Save Bengal BJP)। বিক্ষুব্ধ গোষ্ঠীর স্পষ্ট অভিযোগ, “মা কালীকে অপমান করছে বঙ্গ বিজেপির ‘ফেলিওর গ্যাং’। তারা পুজো ও কর্মসূচীর পার্থক্য বোঝে না।”

বিজেপির কালীপুজো বাতিলের এই সিদ্ধান্তকে রীতিমত তোপ দেগে সেভ বেঙ্গল বিজেপির তরফে টুইট করে লেখা হয়, “বেপরোয়া ‘ফেলিওর গ্যাং’ অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী, সুকান্ত মজুমদাররা দলীয় অফিসে কালী পুজোর পরিকল্পনা করে মা কালীকে অপমান করেছে। কোনটাকে পুজো বলে আর কোনটাকে কর্মসূচী বলে তারা এটাও জানে না। মা কালী বঙ্গ বিজেপিকে রক্ষা করুন।” বিক্ষুব্ধ বিজেপির এহেন টুইটের রাজ্য রাজনীতিতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ পুড়েছে সুকান্ত-শুভেন্দুদের। কারণ রাজনীতি করতে দলের অফিসে যে পুজোর আয়োজন করা হয়েছিল তাতে দ্বিমত ছিলেন বহু নেতা। পুজোর নামে রাজনৈতিক কর্মসূচী মানতে একেবারেই রাজি ছিলেন না আদি বিজেপির বহু নেতাই।

যদিও সে আপত্তি ফুঁৎকারে উড়িয়ে বেপরোয়া ও রাজনৈতিকভাবে দেউলিয়া বিজেপি অকাল কালীপুজো উপলক্ষে জেলায় জেলায় চাল, ডাল তোলা শুরু করে। তা দিয়েই নাকি মায়ের ভোগ প্রসাদ তৈরি করার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে পুজোর নামে এই রাজনৈতিক কর্মসূচী বাতিল করার সিদ্ধান্ত নেয় বিজেপি। আর এই ইস্যুতেই রাজ্য নেতাদের তোপ দেগে এবার সরব হল বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী।


spot_img

Related articles

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...

নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল বাহিনী

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউটাউনে ইকো পার্কের (Newtown fire) কাছে বুধবার সন্ধে সাতটা নাগাদ ভয়াবহ আগুন লাগে। ঘুনি...

ইরানে খেলতে না যাওয়ার জের, মোটা অঙ্কের জরিমানা সঙ্গে কড়া শাস্তি বাগানের

পর পর দুই মরশুম এসিএল(ACL2) থেকে নাম প্রত্যাহারের জের। ২০২৭-২৮ মরশুম পর্যন্ত এএফসির টুর্নামেন্টে খেলতে পারবেনা মোহনবাগান(Mohun Bagan),...