Monday, November 10, 2025

পর পর দু’বছর ভারতের সবচেয়ে ধনী মহিলার শিরোপা পেলেন রোশনি নাদর মলহোত্র

Date:

Share post:

এই নিয়ে পর পর দু’বছর ভারতের সবচেয়ে ধনী মহিলার শিরোপা পেলেন এইচসিএল টেকনোলজিস (HCL Technologies)-এর উত্তরাধিকারী রোশনি নাদর মলহোত্র (Roshni Nadar Malhotra)। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮৪ হাজার ৩৩০ কোটি টাকা।

ভারতের সবচেয়ে ধনী (India’s wealthiest women) ১০০ মহিলার তালিকা প্রকাশ করেছেন কোটাক প্রাইভেট ব্যাঙ্কিং হুরুন। দেখা যাচ্ছে, ২০২১-এর তালিকায় থাকা মহিলাদের সম্পদের গড় প্রায় ৪ হাজার ১৭০ কোটি টাকা। যা আগের বছরে ছিল ২ হাজার ৭২৫ কোটি টাকা।

আরও পড়ুন- পার্থকে সরকার এবং দলীয় পদ থেকে এখনই সরানো উচিত: বিস্ফোরক ট্যুইট কুণালের

ওই তালিকার শীর্ষে রয়েছেন রোশনি। দ্বিতীয় স্থানে রয়েছেন নাইকা (Nykaa)-র প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার। তিনি টপকে গিয়েছেন বায়োকন (Biocon)-এর কিরণ মজুমদার শ’-কে।
শীর্ষ ১০০ জন মহিলার সম্পদ জিডিপির ২.৮ শতাংশ। অন্য দিকে, ‘সর্বজনীন ধনী তালিকা’র শীর্ষে থাকা ১০০ জনের সম্পদ জিডিপির প্রায় ৩৯ শতাংশ।
এক নজরে সবচেয়ে ধনী ৫ মহিলা-
রোশনি নাদর মলহোত্র (এইচসিএল টেকনোলজিস): ৮৪ হাজার ৩৩০ কোটি টাকা।
ফাল্গুনী নায়ার (নাইকা): ৫৭ হাজার ২৫০ কোটি টাকা।
কিরণ মজুমদার শ’ (বায়োকন): ২৯ হাজার ৩০ কোটি টাকা।
নীলিমা মোতাপার্তি (ডিভি’স): ২৮ হাজার ১৮০ কোটি টাকা।
রাধা বেম্ভু (জোহো): ২৬ হাজার ২৬০ কোটি টাকা।
তালিকায় পেশাদার ম্যানেজাররাও
হুরুন ইন্ডিয়ার এমডি এবং প্রধান সমীক্ষক আনাস রহমান জুনেইদের মতে, সংস্থা পরিচালনায় নারীর অংশগ্রহণ এবং ধনী তালিকায় থাকার মধ্যে একটি সম্পর্ক রয়েছে।

তাৎপর্যপূর্ণ ভাবে তিনজন পেশাদার ম্যানেজার এই তালিকায় জায়গা করে নিয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন পেপসিকো’স ইন্ডিয়ার ইন্দ্রা নুয়ি, তাঁর সম্পদের পরিমাণ ৫ হাজার ৪০ কোটি টাকা। অন্য দু’জন হলেন এইচডিএফসি-র রেণু সুদ করণাদ (৮৭০ কোটি) এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শান্তি একম্বরম (৩২০ কোটি)

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...