Tuesday, August 26, 2025

Entertainment: আবার বছর চল্লিশ পর ! দাপুটে পুলিশ রঞ্জিত মল্লিক এবার আইনজীবি

Date:

Share post:

পর্দায় ফিরছেন ‘ শত্রু’র (Shatru) দাপুটে পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল (Subhankar Sanyal)। তবে একটু অন্যভাবে। আসলে ‘শুভঙ্কর সান্যাল’ নামটা বাঙালির ভীষণ চেনা কারণ, বাংলা সিনেমার পারিবারিক গল্পে সততার প্রতীক মানেই রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। ডাক্তার হোক বা পুলিশ, আদর্শ চরিত্র রূপায়নে বাঙালি দর্শক এবং পরিচালকের প্রথম পছন্দ ছিলেন তিনি। ‘শত্রু’- এর সেই দাপুটে রঞ্জিত মল্লিক প্রায় ৪০ বছর পর ফিরতে চলেছেন বড় পর্দায়। অন্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে এবার ‘ অপরাজেয়'(Aparajeyo)আইনজীবী তিনি।

অঞ্জন চৌধুরীর ছবি মানেই বাঙালি দর্শকের প্রথম পছন্দ রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick)বলিষ্ঠ অভিনয়। আজও টেলিভিশনের ম্যাটিনি শো- তে রঞ্জিত মল্লিক অভিনীত ছবি মানে বেশ একটা পারিবারিক গল্পের আমেজ। ” চাবকে, পিঠের ছাল ছাড়িয়ে” নেওয়ার কথা শোনা যায় না বহুদিন। তবে সেই আক্ষেপ খানিকটা মিটতে চলেছে। কারণ ফের বড় পর্দায় দুঁদে আইনরক্ষক শুভঙ্কর সান্যাল ওরফে রঞ্জিত মল্লিক। তবে এবার তিনি আইনজীবি । পরিচালক নেহাল দত্ত (Nehal Dutta)বলছেন, “আমরা তো ‘ শত্রু’র দাপুটে পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল -এর পরবর্তী পদক্ষেপ কী ছিল সেই বিষয়ে জানি না। এমন হতেই পারে যে রাজনৈতিক পরিস্থিতির চাপে পড়ে তিনি অবসরের পর আইনজীবি হিসেবে অন্যায়ের প্রতিবাদ করে চলেছেন।” রঞ্জিত মল্লিক অভিনীত ‘অপরাজেয়’ ছবির কাহিনি ও প্রযোজনায় শ্যাম দাগা। উপস্থাপনায় মোজোটেল এন্টারটেনমেন্ট ও দিব্যা ফিল্মস। সব ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই মুক্তি পাবে এই ছবি। আগামী ২৯ জুলাই ছবির পোস্টার ও ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। কেন আর পুলিশ নয়, অবসর নিলেন কেন আর এই নতুন পেশায় কীভাবেই বা নতুন ‘ শত্রু’ দের মোকাবিলা করবেন তিনি ,তাতেই রয়েছে চমক। একেবারে নিজস্ব ভঙ্গিমায় কোমর থেকে বেল্ট খুলে অপরাধীদের শাস্তি দিতেও দেখা যাবে রঞ্জিত মল্লিককে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে চায় বাঙালি দর্শক। এই ছবিতে দেখা যাবে লাবণী সরকার, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায় ও অন্যান্যরা। ফের ফিরছেন পর্দার পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল।


spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...