Wednesday, November 12, 2025

অক্টোবরেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, পুজোর মরসুমেই শুরু মেট্রোর ট্রায়াল রান

Date:

Share post:

শিয়ালদহ-সেক্টর ফাইভ শাখায় মেট্রো চলাচল (Metro Service) শুরু হয়েছে সম্প্রতি। নজরে এবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড (Howrah Esplanade) মেট্রো পরিষেবা। এই রুটেই এবার আসছে সুখবর। দীর্ঘ জট কাটিয়ে মেট্রো রেল সরকারিভাবে ঘোষণা করলো চলতি বছরের অক্টোবরের (October) মধ্যে শুরু হচ্ছে এই রুটে ট্রায়াল রান (Trial Run)। যদিও যাত্রীদের পরিষেবা শুরু হতে এখন এক বছর অপেক্ষা করতে হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি জোকা-তারাতলা ও নিউ গড়িয়া-রুবির মধ্যে আগামী মাস থেকেই শুরু হচ্ছে ট্রায়াল রান।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রানকে ঘিরেই এখন উৎসবের মেজাজ। কোথাও যেন এতটুকু খামতি না থাকে সেই বিষয়টি বারবার নিশ্চিত করছেন মেট্রো আধিকারিকরা। ট্রায়াল রানের আগে বারবার নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে তৈরি হচ্ছে মাত্র দুটি স্টেশন। একটি হাওড়া এবং অপরটি মহাকরণ। হাওড়া থেকে মেট্রো এসে প্রথম দাঁড়াবে মহাকরণে। তারপরই গিয়ে পৌছবে এসপ্ল্যানেডে। তবে জোরকদমে ট্রায়াল রানের প্রস্তুতি চললেও গোদের উপর বিষফোঁড়ার মতো কেএমআরসিএল- এর (KMRCL) মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বউবাজারের ফেলে আসা স্মৃতি। তাই তাড়াহুড়ো না করে সমস্ত দিক ভেবেই ধীরে চলো নীতি অবলম্বন করছেন কেএমআরসিএল-এর উচ্চপদস্থ আধিকারিকরা। তবে যত শীঘ্র সম্ভব বউবাজারের (Bowbazar) কাজ মিটবে তত তাড়াতাড়িই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত দৌড়বে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এশিয়ার মধ্যে মাটির সবথেকে নিচু পজিশনে অবস্থিত হাওড়া মেট্রো স্টেশন (Howrah Metro Station)। সেই বিষয়টি মাথায় রেখে মেট্রো স্টেশনে যাত্রীদের সুবিধার্থে থাকছে ৩৩টি চলমান সিঁড়ি এবং ৭ টি লিফট। থাকছে চওড়া সিঁড়িও। স্টেশনে থাকছে চারটি প্ল্যাটফর্ম, ১২টি ফায়ার এক্সিটও। ইতিমধ্যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত লাইন পাতার কাজ শেষ হয়েছে। প্রায় শেষের পথে লাইনে বিদ্যুৎ সরবরাহের (Power Supply) কাজও।

অন্যদিকে হাওড়া, হাওড়া ময়দান ও মহাকরণ স্টেশনের কাজও শেষ। ইতিমধ্যে মেট্রোর আধিকারিকরা ট্রলি চালিয়ে লাইনের কাজ খতিয়ে দেখছেন। তবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পথে জুড়ে গেলে আখেরে সুবিধা হবে নিত্যযাত্রীদের। খুব কম সময়েই পৌঁছে যাওয়া যাবে এক প্রান্ত থেকে অপর প্রান্তে।


spot_img

Related articles

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার...