Thursday, November 13, 2025

একাধিকবার বিদেশযাত্রা অর্পিতার, দেশের বাইরেও অর্থপাচারের সন্দেহ ইডির

Date:

Share post:

এসএসসি দুর্নীতিকাণ্ডে(SSC Scam) ইডির তদন্তে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chaterjee) বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। এরইমাঝে জানা গেল একাধিকবার এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াত করেন অর্পিতা। শুধু অর্পিতা নন ইডির(ED) নজরে রয়েছে পার্থর আরও এক বান্ধবী। সূত্র মারফত জানা গিয়েছে, পাসপোর্ট থেকে জানা গিয়েছে তাঁদের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের কথা। কেন মালয়েশিয়া(Malesia) গিয়েছিলেন তাঁরা সেই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ছবি সহ পাসপোর্টের সব তথ্য জোগাড় করেছে ইডি। কেন তাঁরা মালয়েশিয়া গিয়েছিলেন সেই নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে এমনটাই জানা গিয়েছে। টাকা পাচারের উদ্দেশ্যেই বিদেশে গিয়েছিলেন কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে ইডি।

অন্যদিকে, পার্থর বান্ধবী অর্পিতার মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উধাও চারটি বিলাসবহুল গাড়ি। তদন্তকারীরা মনে করছেন, উধাও চারটি বিলাসবহুল গাড়িতেই বোঝাই ছিল টাকা। অর্পিতার সেই ‘টাকা বোঝাই’ গাড়ির খোঁজই এবার শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। ২৩ জুলাই অর্পিতার গ্রেফতারির পরই রাতারাতি উধাও হয়ে যায় এই চারটি গাড়ি। এর মধ্যে রয়েছে, অডি, মার্সিডিজ বেনজ, হন্ডা সিটি এবং একটি হন্ডা সিআরভি। ইডি মনে করছে, এই চারটি গাড়িতেই বিপুল পরিমাণ নগদ মজুদ ছিল। জানা গিয়েছে এই গাড়িগুলি নিয়েই গায়েব হয়ে গিয়েছে কেউ। এখন কে বা কারা গাড়িগুলি নিয়ে গায়েব হয়ে গিয়েছে, তার হদিশ পেতে আবাসন সংলগ্ন সিসিটিভি ফুটেজ চেয়েছে ইডি। পাশাপাশি ইডির সন্দেহ, বিদেশে টাকা পাচারের পাশাপাশি রাজ্যের বাইরে ও দেশের বাইরেও সম্পত্তি থাকতে পারে অর্পিতার। আপাতত সে বিষয়েই খোঁজখবর শুরু হয়েছে।


spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...