কমনওয়েলথ গেমসে রুপোর পদক জয়ী সঙ্কেতকে অভিনন্দন মোদির

শনিবার বার্মিংহ্যামে অল্পের জন্য সোনা জেতা হল না সঙ্কেতের। শেষ সুযোগে ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পান সঙ্কেত চোট।

অল্পের জন‍্য হাতছাড়া সোনার পদক। শনিবার বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (Commonwealth games) চোটের কারণে সোনার পদক হাতছাড়া হয়েছে সঙ্কেত সারগারের (Sanket Sargar)। কমনওয়েলথ গেমসে ছেলেদের ৫৫ কেজি বিভাগে স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভারোত্তোলেন সঙ্কেত। ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১৩৫ কেজি ভারর তোলেন। সব মিলিয়ে ২৪৮ কোজি ভার তুলে রুপো জেতেন সঙ্কেত। আর এই পদক জিততেই শুভেচ্ছার জোয়ারে ভেসে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সঙ্কেতকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সঙ্কেতকে অভিনন্দনের পাশাপাশি আগামীর শুভেচ্ছা জানালেন তিনি।

এদিন নিজের টুইটারে মোদি লেখেন,” অসাধারণ সংঙ্কেত সারগার। কমনওয়েলথ গেমস রুপোর পদক জয় দিয়ে শুরু হল। অনেক শুভেচ্ছা আগামীর জন‍্য।”

শনিবার বার্মিংহ্যামে অল্পের জন্য সোনা জেতা হল না সঙ্কেতের। শেষ সুযোগে ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পান সঙ্কেত চোট। মালয়েশিয়ার প্রতিযোগী বিন কাসদান মহম্মদ আনিক ১৪২ কেজি তুলে সোনার পদক জিতলেন। এদিন শীর্ষেই বিচরণ করছিলেন সঙ্কেত। শেষ মুহূর্তে চোট না পেলে রুপো নয়, দেশকে সোনাই এনে দিতে পারতেন তিনি।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে প্রথম পদক, দেশকে রুপো এনে দিলেন সঙ্কেত

 

 

Previous articleউপ-রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলকে পাশে চাইলেন আলভা, সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব: কুণাল
Next articleটাকা উদ্ধার নিয়ে দিলীপের কটাক্ষ, আপ্তসহায়কের প্রসঙ্গে তুলে ধুয়ে দিলেন কুণাল