Sunday, August 24, 2025

Kishore Kumar: সাড়ম্বরে পালিত হল ৯৩ পেরিয়ে যাওয়া চির ‘ কিশোর’ এর জন্মবার্ষিকী

Date:

Share post:

আজ মনের খাতায় লিখে রাখার মতো সেই বিশেষ দিন। ৪ অগাস্ট বৃহস্পতিবার , কিশোর কুমারের (Kishore Kumar)৯৩ তম জন্মবার্ষিকী আজ। সকালেই টুইট করে অমর শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । ভারতের বিনোদন জগতের অন্যতম উজ্বল নক্ষত্র কিশোর কুমার। যিনি শুধু গায়ক নয়, একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক, সঙ্গীত পরিচালক ও লেখক। ১৯২৯ সালের ৪ অগাস্ট মধ্যপ্রদেশের এক বাঙালি পরিবারে কিশোর কুমারের জন্ম। কিশোর আসলে তাঁর ডাক নাম ছিল।আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। ‘বম্বে টকিজ’ ছবিতে দাদা অশোক কুমারের (Ashoke Kumar)সঙ্গে গান গেয়েছিলেন। তিনি কিংবদন্তি, তিনি সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র। আজ কলকাতার টালিগঞ্জে কিশোরকুমারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), ইন্দ্রনীল সেন (Indranil Sen),অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী গৌতম ঘোষ, সৈকত মিত্র এবং অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। এদিনের অনুস্থানে বারবার যেন চির কিশোরের স্মৃতিচারণা উঠে আসে অতিথিদের কথায়।

আট বার পেয়েছেন ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি । তাঁর গানে লিপ দিয়েছেন অমিতাভ বচ্চন, উত্তম কুমার, রাজেশ খান্না, সঞ্জীব কুমার, সৌমিত্র চট্টোপাধ্য়ায়-সহ আরও অনেকে। শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, গুলজার, গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্য়ায়-সহ আরও বহু সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। একাধারে দাপুটে অভিনেতা ছিলেন বটে। রোম্যান্টিক সিনেমা আর তাঁর কমেডি টাইমিং আজও মনে রেখেছেন সিনে প্রেমীরা। আজকে তাঁর জন্মদিনে যেন সেই অতীত ফিরে এল কলকাতার টালিগঞ্জের বুকে।

spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...