Saturday, January 10, 2026

ডিসেম্বরের মধ্যে রাজ্যে লাগু হবে CAA: হাওয়া গরম করতে ময়দানে বিজেপি বিধায়ক অসীম

Date:

Share post:

রাজ্যে সিএএ(CAA) লাগু হলে বিজেপির(BJP) ভোট বৈতরণী পালে হাওয়া পাবে। সম্প্রতি অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাতে এমনটাই জানিয়ে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। যদিও এবিষয়ে কোনও উচ্চবাচ্য না করে পাল্টা শুভেন্দুকে দলের বেহাল অবস্থা নিয়ে ধমক দেন শাহ। আদতে সিএএ যখন কার্যত ‘মাঝ দরিয়ায়’ হওয়া গরম করার দায়িত্ব নিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার(Asim Sarkar)। তাঁর দাবি সিএএ লাগু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ডিসেম্বরের মধ্যেই রাজ্যে লাগু হয়ে যাবে সিএএ।

বিজেপি বিধায়ক অসীম সরকারের দাবি, সিএএ কার্যকর হবেই। অতি দ্রুত তা কার্যকর করা হবে। তাঁর মতে, শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছিল সিএএ কার্যকর এমনভাবে হয় যাতে উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষায় যেন কোন প্রতিবন্ধকতা না থাকে। নিশ্চিন্ত থাকুন দ্রুত সিএএ লাগু হবে। এই বছরের মধ্যেই এটা হবে। নিয়ম লাগু হলেই আমরা দেখতে পাবো। যেহেতু আমি উদ্বাস্তু সেলের কনভেনর, আমরা আগে দেখব নাগরিকত্ব সুরক্ষার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা আছে কি না। সেটা দেখে আমরা ক্লিনচিট দিলে ওটা লাগু হয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে চালু হবে সিএএ। সেইমতো আইন পাস হলেও তা এখন কার্যকর করতে পারেনি সরকার। এদিকে বিজেপির এই প্রতিশ্রুতিতেই বাংলায় বিপুল সংখ্যক ভোট বৈতরণী পার করেছিল বিজেপি। সাংসদ সংখ্যা ২ থেকে ১৮ হওয়ার পিছনে মতুয়া সম্প্রদায়ের অবদান ছিল অনস্বীকার্য। তবে আইন পাশের পরেও কেন আইন কার্যকর করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। আশাহত মতুয়ারা এখন বিজেপি বিমুখ। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে হাওয়া গরম করতে ময়দানে নামলেন বিজেপি বিধায়ক অসীম।

spot_img

Related articles

এই নির্বাচন আর-পার: উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার সঙ্গে বাংলার তুলনা দিলীপের!

সারা দেশে পরিবর্তন হলেও বাংলায় হয়নি। এবার পরিবর্তন হবে। আর তার জন্য বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের...

উন্নয়ন নয়, ২০২৬-এর ভোটে শুভেন্দুর ‘হাতিয়ার’ ভোটার লিস্ট!

“আসল বদল হবে ২০২৬ সালে, যখন পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে বিজেপি (BJP) সরকার গঠন করবে।” পুরুলিয়ার...

ভোটার তালিকা সংশোধনে রাজ্যে আরও বিশেষ রোল অবজারভার নিয়োগ কমিশনের

এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক তরজা যখন চরমে, ঠিক সেই সময়েই পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড়...

দলের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ

তৃণমূল কংগ্রেসের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, "অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন...