Sunday, August 24, 2025

তেরঙ্গা না কিনলে মিলবে না রেশন: ফতোয়া হরিয়ানায়, তীব্র প্রতিবাদ তৃণমূলের

Date:

Share post:

প্রধানমন্ত্রী(Prime minister) জানিয়েছেন স্বাধীনতা দিবসের(independence day) দিন বাড়ি বাড়ি পতাকা উত্তোলন করতে হবে। প্রধানমন্ত্রী এই ইচ্ছাকে বাস্তবায়িত করতে কার্যত ফতোয়া জারি করা হলো বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে(Haryana)। এ রাজ্যে গরিব মানুষ রেশন তুলতে গেলে বাধ্যতামূলকভাবে ২০ টাকা দিয়ে কিনতে হচ্ছে জাতীয় পতাকা। অন্যথায় মিলছে না রেশন। এই ছবি দেখা গিয়েছে হরিয়ানার করনাল জেলার প্রায় সমস্ত রেশন দোকানে(ration shop)। গরিব মানুষকে এভাবে পতাকা কেনায় বাধ্য করার ঘটনায় রীতিমতো সরব তৃণমূল। এদিন টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে ঘাসফুল শিবিরের তরফে।

রেশন কিনতে গেলে বাধ্যতামূলক ২০ টাকা দিয়ে পতাকা কেনার এই নিয়ম প্রসঙ্গে রেশন ডিলারদের দাবি সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি অগ্রিম হিসেবে সংশ্লিষ্ট দপ্তরের তরফে ২০ টাকা করে প্রতি তিরঙ্গা পিছু কেটে নেওয়া হয়েছে বলেও জানান ডিলাররা। প্রত্যেক ডিলারকে ১৬৮ টি করে জাতীয় পতাকা দেওয়া হয়েছে। এই অবস্থায় ‘পতাকার বোঝা’ গিয়ে পড়েছে সাধারণ মানুষের উপর। যার জেরে খুব্ধ সাধারণ মানুষ। তাদের দাবি আমরা যারা রেশনের উপর নির্ভর করে বেঁচে থাকি তারা প্রত্যেকেই দিনমজুর। কেউ কেউ টাকা ধার নিয়ে রেশন তুলতে এসেছেন। এই অবস্থায় দোকানে এসে শুনতে পাচ্ছি, আগে ২০ টাকা দিয়ে তেরঙ্গা কিনতে হবে। অন্যথায় রেশন মিলবে না।

ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি তরফে। তাদের অভিযোগ, অন্যায় ভাবে গরিবদের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। তার চেয়েও বড় কথা বাজারে তেরঙ্গা দাম ৫ টাকা। আর সেটাই ২০ টাকা দিয়ে বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে রেশন ডিলারদের কাছ থেকে। যদি বাড়ি বাড়িতে তেরঙ্গা লাগাতেই হয় সেক্ষেত্রে সরকারের উচিত বিনামূল্যে গরিব মানুষগুলিকে তা দেওয়া।

বিষয়টি প্রকাশ্যে আসার পর ঘটনার তিব্র নিন্দা করে টুইট করা হয়েছে তৃণমূলের তরফে। লেখা হয়েছে, “বিজেপি নির্লজ্জভাবে জাতীয়তাবাদকে চাপিয়ে দিচ্ছে। বিজেপি শাসিত হরিয়ানায় গরীব মানুষকে রীতিমত লুট করা হচ্ছে, বাধ্যতামূলকভাবে ২০ টাকা দিয়ে জাতীয় পতাকা কিনতে হচ্ছে না হলে তাদের রেশন দেওয়া হচ্ছে না। মোদিজি গরিব মানুষগুলির রেশন কেনার পয়সা নেই, তারপরও তাদের বাধ্যতামূলকভাবে অনেক বেশি দামে পতাকা কেনানো হচ্ছে।”

spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...