গরুপাচার মামলায় তদন্তে অহযোগীতার কারণে বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে বৃহস্পতিবার গ্রেফতার করে সিবিআই। এদিন 41A তে নোটিশ দিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সিবিআই। জিজ্ঞাসাবাদের পরই তাকে গ্রেফতার করা হয়। এরপর সিবিআই অনুব্রত মণ্ডলকে বোলপুরের বাড়ি থেকে নিয়ে সোজা বীরভূমের সীমানা পেরিয়ে পশ্চিম বর্ধমানে ঢুকে যায়। সূত্রের খবর, তাঁকে আসানসোলের ইএসআইয়ে স্বাস্থ্য পরীক্ষার পর আসানসোলের বিশেষ আদালতে তোলা হবে।
আরও পড়ুন:গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আটক করল CBI

বৃহস্পতিবার সকাল ন’টা চল্লিশ মিনিটে অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। তাঁর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় তল্লাশি। সিবিআইয়ের তরফে অনুব্রতর বাড়ির সমস্ত গেটে ভিতর থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।এদিন বাড়িতে ঢুকেই ভিতরে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই তদন্তকারীরা। বাইরে থেকে বন্ধ করা হয় বাড়ির গেট। তৃণমূল জেলা সভাপতির নিরাপত্তা রক্ষীদের সরিয়ে নিচুপট্টি এলাকার দখল নেয় কেন্দ্রীয় বাহিনী।

প্রসঙ্গত, গতকাল বুধবার গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। এর আগে অনুব্রতকে একাধিকবার গরুপাচার মামলার সাক্ষী হিসেবে তলব করে সিবিআই। কিন্তু মাত্র একবার হাজিরা দেন তিনি। বুধবার সিবিআইয়ের তরফে জানানো হয় হাজিরা এড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবুও অসুস্থতার কারণে হাজিরা এড়ান অনুব্রত।