কমনওয়েলথ গেমস ( Commonwealth Games) শেষে নিখোঁজ পাকিস্তানের (Pakistan) দুই বক্সার। এমনটাই জানান হল পাকিস্তান জাতীয় বক্সিং সংস্থা। সোমবারই শেষ হয়েছে ২০২২ কমনওয়েলথ গেমস। জানা যাচ্ছে, তারপরই থেকেই নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার।

এদিন এক বিবৃতিতে পাকিস্তান বক্সিং সংস্থার সচিব জানিয়েছেন,” ফেডারেশনের যে কর্তারা বার্মিংহাম গিয়েছিলেন তাঁদের কাছেই ওই দুই বক্সারের পাসপোর্ট এবং যাবতীয় নথি রয়েছে। ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার দু’ঘণ্টা আগে নিখোঁজ হয়ে যান তারা।”
জানা যাচ্ছে, পাকিস্তান দল ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার দু’ঘণ্টা আগেই নিখোঁজ হয়ে যান পাকিস্তানের দুই বক্সার। দলের তরফ থেকে ইতিমধ্যেই ইংল্যান্ডে পাকিস্তানের দূতাবাসকে জানানো হয়েছে।”

২০২২ কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে কোনও পদক পায়নি পাকিস্তান। তবে অন্য খেলাগুলিতে মোট আটটি পদক পেয়েছে তারা। পেয়েছে দু’টি সোনাও।

