Wednesday, January 14, 2026

টেট ফেল করে চাকরি পাওয়ার অভিযোগ সুকন্যার বিরুদ্ধে, আদালতে মামলা দায়ের 

Date:

Share post:

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)। সৌমেন নন্দী নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)ডিভিশন বেঞ্চে। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim) জানিয়েছেন সুকন্যা মণ্ডল একাই নন, আরও বেশ কিছু নাম সামনে আনা হয়ে এই নিয়োগ দুর্নীতি মামলায়। আগামিকাল হাইকোর্টে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে।

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সম্পত্তির ওপর ইতিমধ্যেই নজরদারি শুরু করেছে সিবিআই। এই নিয়ে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের কাছে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা (CBI)। এর মাঝেই প্রকাশ্যে এল আরও এক অভিযোগ। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল বীরভূমের বোলপুরের কালিকাপুর প্রাইমারি স্কুলের (Kalikapur Primary School) শিক্ষিকা। সেই চাকরি নিয়েই এবার সামনে এল বেনিয়মের অভিযোগ। আইনজীবী ফিরদৌস শামিম বুধবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জানান, সুকন্যা টেট পাশ না করেই চাকরি পেয়েছিলেন। সেই সংক্রান্ত নথিও এ দিন আদালতে জমা দিয়েছেন আইনজীবী। এর পাশাপাশি আরও বেশ কয়েকজনের নাম দেওয়া হয়েছে আদালতে। যার মধ্যে আছেন অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডল, ভাইপো সাত্যকি মণ্ডল, পার্সোনাল অ্যাসিসটেন্ট অর্ঘ দত্ত। এছাড়াও অনুব্রত ঘনিষ্ঠ আরও দুজনের নাম প্রকাশ করা হয়েছে মামলাকারীর আইনজীবীর তরফ থেকে। এনারা সবাই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ না করেই অন্যায় ভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। প্রত্যেকেরই চাকরি হয়েছে বোলপুর সার্কেলে, এমনটাই সূত্রের খবর। এখানেই শেষ নয় অনুব্রত মণ্ডলের মেয়ে এক দিনের জন্যও স্কুলে হাজিরা দেন নি, বরং রেজিস্ট্রারকে বাড়িতে পাঠানো হত বলে দাবি করেছেন মামলাকারীর আইনজীবী। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাল দুপুর তিনটের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্ট্রার নিয়ে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের প্রত্যেককে টেট পাশের সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র এবং প্রাথমিকে নিয়োগপত্র আদালতে জমা দেওয়ার কথা বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামিকাল হাইকোর্টে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও।

spot_img

Related articles

অপরিকল্পিত SIR-এর কুশীলব সীমা খান্নাকে আবেদন বাংলার কন্যার! পোস্ট অরূপের

একটি ফেসবুক পোস্ট, একটি আবেদন। বাংলার বহু মানুষের মনের কথা। এসআইআর(SIR) পর্বে যে হয়রানি চলছে বাংলাজুড়ে, সে কথাই...

SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত, শুনানিতে হাজির হয়ে প্রবীণদের ছাড় দেওয়ার দাবি দেবের

লজিকাল ডিস্ক্রিপেন্সির নামে এসআইআর হিয়ারিং-এ কেন ডাকা হচ্ছে, কেন হয়রান করা হচ্ছে সেটা কি কেউ বুঝতে পারছে না,...

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত...