Sunday, August 24, 2025

তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন দিলীপ: বিস্ফোরক মন্তব্য সৌগতর

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে এবং পরে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিতে চেয়ে বারবার দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন দিলীপ ঘোষ। ওকে দল রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর উনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাঁকে দলে নেওয়ার বিষয়ে কোনও আগ্রহ দেখায়নি। বৃহস্পতিবার বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। আর সৌগত রায়ের এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি গেরুয়া শিবিরে কোণঠাসা হওয়ার পরই তৃণমূলের দিকে সত্যিই ঝুঁকেছিলেন দিলীপ ঘোষ? এমন প্রশ্নই রাজনীতির ময়দানে ঘুরপাক খাচ্ছে। তবে সৌগত রায়ের দাবিকে অস্বীকার করেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি।

এদিন তৃণমূল সাংসদ বলেন, দিলীপ ঘোষের কথার কোনও জবাব দিতে আমার রুচিতে বাধে। সেকারণেই আমি কোনও জবাব দেব না। ওর যা ক্ষমতা আছে, করে নেবে। তবে এখানেই শেষ নয়, এদিন দিলীপ ঘোষকে ‘ফিটার মিস্ত্রি’ বলেও আক্রমণ করলেন সৌগত রায়। পাশাপাশি দিলীপ ঘোষ ইংরাজি বলতে পারেন না বলেও কটাক্ষ করেন সৌগত।

তবে চুপ করে থাকেননি দিলীপ ঘোষও। পাল্টা সৌগত রায়কে কটাক্ষ করে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন, ওনাকে কি আমি বলেছি যে আমাকে পার্টিতে নিন? নাকি উনি নিজেই বিজেপিতে আসতে চাইছিলেন? ওনার প্রমাণ করা উচিত আমি কখন, কাকে, কবে একথা বলেছি! তবে এদিন সৌগত রায়কে কটাক্ষ করতে গিয়ে আগের ভঙ্গিমাতেই ‘আপত্তিকর’ মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ। সৌগত রায়কে ‘জুতো পেটার’ নিদান দেন তিনি। একজন প্রবীণ সাংসদকে প্রত্যক্ষভাবে দিলীপের তরফ থেকে এমন ‘কুরুচিকর’ মন্তব্যের সমালোচনা করেছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...