Monday, August 25, 2025

Hooghly: ওয়ালশ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সঙ্গে জুড়তে চলেছে রিষড়া সেবাসদন

Date:

Share post:

স্বাস্থ্য পরিষেবায় আমুল বদল আনতে চায় রাজ্য সরকার (Government of West bengal)। বাংলার প্রতিটি মানুষ যাতে উন্নত মানের সঠিক চিকিৎসা পরিষেবা পায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথাকে মাথায় রেখে এবার হুগলি জেলার শ্রীরামপুরের সঙ্গে মেলান হচ্ছে রিষড়ার সেবাসদন হাসপাতালকে। শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের (Srirampur Walsh Super Specialty Hospital) সঙ্গে রিষড়ার সেবাসদন (Seba Sadan, Rishra) এবার জুড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। জেলা প্রশাসনিক ভবনে (District Administration Building)এই নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। সেখানে ছিলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় (Sudipto Ray), মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী (Samrat Chakraborty), জেলাশাসক পি দীপাপ্রিয়া, জেলা স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া সহ অন্যান্যরা। বছর খানেক আগে হুগলি জেলা প্রশাসনিক বৈঠকে রিষড়া সেবাসদনকে সরকারি ভাবে অধিগ্রহনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গতবছর শ্রীরামপুর মহকুমা শাসক তাঁর দফতরে প্রশাসনিক বৈঠক করেন। সেখানেই সেবাসদনের জমি সংক্রান্ত জট কাটানোর প্রস্তাব গৃহীত হয়। এরপরেই রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সেবাসদনের জমির জট কাটাতে ট্রাষ্ট্রি বোর্ডের সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সরকারের কাছে দাখিল করেন।

জেলা প্রশাসন বৈঠকের পর সরকারের কাছে বন্ধক থাকা রিষড়া সেবাসদন হাসপাতালকে অধিগ্রহণ করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের অ্যানেক্স ব্লিডিং হিসেবে সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। সেবাসদন যদি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে রিষড়া, কোন্নগর, শ্রীরামপুর, বৈদ্যবাটি ও ভদ্রেশ্বর পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা উপকৃত হবেন। সরকারি হাসপাতালের আধুনিক পরিষেবা পাবেন সাধারণ মানুষ। এই বিষয়ে বিধায়ক সুদীপ্ত রায় বলেন, রিষড়া সেবাসদনকে ওয়ালশ হাসপাতালের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া প্রায় এক বছর ধরে চলছে। করোনাকালে জমি সংক্রান্ত কাগজের জন্য অধিগ্রহণ প্রক্রিয়া কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে। অবশেষে সেবাসদনের সম্মতি পাওয়া গেছে। শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী বলেন,মূলত বিধায়ক সুদীপ্ত রায়ের উদ্যোগেই সেবা সদন কে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে খবর রিষড়া পুরসভার অন্তর্গত প্রসূতি বিভাগ ,শিশু বিভাগ,সাধারণ বিভাগ সহ প্রায় ১৫০ শয্যার সেবাসদন হাসপাতালকে ওয়ালশ হাসপাতালের সঙ্গে যুক্ত করা হবে। সেই সঙ্গে হাসপাতালে বর্হিবিভাগ চালু করার বিষয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...