Wednesday, November 12, 2025

Weather Update: সরল নিম্নচাপ, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়

Date:

Share post:

গত দুদিনের নিম্নচাপ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আবহাওয়া (Weather)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department)বলছে আপাতত ভারী বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই, ঝাড়খণ্ড (Jharkhand) ও ছত্তিশগড়েরদিকে সরেছে নিম্নচাপ। ক্রমশ এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্যপ্রদেশ হয়ে রাজস্থানের (Rajasthan)দিকে চলে যাবে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় এখনই বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই । উল্লেখ্য এই বছর দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষার ঘাটতির কারণে চাষের যথেষ্ট ক্ষতি হয়েছে। জুনের পর জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তবে অগাস্টের মাঝামাঝি থেকে ছবিটা বেশ খানিকটা বদলেছে।

হাওয়া অফিস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যের নানা জেলায়। যদিও এতে গরম কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। আর উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি ৫ শতাংশ। তবে কলকাতায় এখনও ৩৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে মনে করা হচ্ছে । সকাল সাড়ে সকাল ৮টা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৯০ শতাংশ। গত কাল অর্থাৎ শনিবার সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে,সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মূলত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী দু তিন দিনে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...