Sunday, August 24, 2025

আজ দুর্গাপুজোর নিয়ে মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক

Date:

Share post:

প্রতীক্ষার অবসান! শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। তাই আজ সোমবার কলকাতা-সহ বাংলার সবক’টি পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৪টেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠকটি হবে। কলকাতা ও তার আশপাশের পুজো কমিটিগুলি আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির থাকলেও গোটা বাংলার পুজো কমিটির কর্মকর্তারা ভার্চুয়ালি আজকের বৈঠকে হাজির থাকবেন। হাজির থাকবেন সবক’টি জেলার প্রশাসনিক কর্তাব্যক্তিরাও।

আরও পড়ুন:নন্দীগ্রামে ধরাশায়ী বিজেপি, সিঙ্গুরেও বামেদের নিশিহ্ন করল তৃণমূল

পাশাপাশি এবারের পুজোতে অনুদানের পরিমাণ বাড়ানো হচ্ছে নাকি সেদিকে ও বিশেষভাবে নজর পুজো কমিটিগুলির। ইতিমধ্যেই বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ায় তাকে সম্মান জানিয়ে আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই শোভাযাত্রায় যোগ দেবেন ইউনেস্কোর দু’জন প্রতিনিধিও। সবমিলিয়ে ২০২২-এর দুর্গাপুজো শাস্ত্র অনুযায়ী ১ অক্টোবর হলেও আসলে এবছর বাংলায় মা দুর্গার আবাহন শুরু হয়ে যাবে ১ সেপ্টেম্বর থেকেই। পুজো শুরু ওই দিন থেকেই। পরের একমাস বাংলা জুড়ে হবে উৎসব। সে কারণে এদিনের বৈঠক থেকে এবারের পুজো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেন সেটাই দেখার। গতবার ক্লাবগুলিকে বিশেষ অনুদান দেওয়া হয়েছিল পুজোর জন্য। এবারে সেই অনুদানের পরিমাণ বাড়বে কী না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

যেহেতু এবার কলকাতা-সহ গোটা বাংলায় পুজো উৎসব শুরু হয়ে যাবে ১ সেপ্টেম্বর থেকেই তাই বাড়তি প্রশাসনিক তৎপরতা প্রয়োজন হবে। অন্যদিকে রাজ্য সরকার প্রতিবছর পুজো কমিটিগুলোকে নানাভাবে সাহায্য করে থাকে। ২০২২-এর পুজো নিয়ে রাজ্য সরকারের কী ভাবনা রয়েছে তা আজকের বৈঠকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...