Sunday, November 16, 2025

রাস্তায় নামল বিজেপির গোষ্ঠী কোন্দল, ICCR-এ প্রকাশ জাভড়েকরের বৈঠকের বাইরে হাতাহাতি দুই বিজেপি কর্মী!

Date:

Share post:

“আপনি শাসকদলের দালাল। আপনি আইপিএস (IPS), বিজেপি (BJP)-র শীর্ষ নেতৃত্বের নাম করে টাকা তোলেন। আপনি এই বৈঠকে কী করছেন”- এই বলে ICCR-এর বাইরে হাতাহাতি করছেন দুই বিজেপি নেতা। যাঁকে বলা হচ্ছে তিনি আইনজীবী ও বিজেপি কর্মী সব্যসাচী রায়চৌধুরী (Sabyasachi Raychoudhuri)। আর যিনি বলছেন তিনি বিজেপি-র যুব নেতা অভিজিৎ নাহা (Abhijit Naha)। প্রকাশ্যে একে অপরের কলার ধরে টানাটানিই শুধু নয়, অশ্রাব্য ভাষা প্রয়োগ, হাতাহাতি, এমনকী পা তুলতেও দেখা যায়। আর সব্যসাচী রায়চৌধুরীর দাবি, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য তাঁর একটা ওকালত নামা সই করাতে তাঁকে সেই বৈঠকে ডেকেছেন। পরে, সাংবাদিকদের সামনে শমীক স্বীকার করেই এই কথা।

এটাই প্রথম নয়, এর আগেও মুরলীধর সেন স্ট্রিটের সামনে দুই বিজেপি কর্মীর হাতাহাতির সাক্ষী থেকে কলকাতা। শনিবার, বিকেলে তারই পুনরাবৃত্তি হল ICCR-এর সামনে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের এসেছেন বৈঠকে যোগ দিতে। সেখান প্রধানমন্ত্রী নামাঙ্কিত একটি সেমিনারের আয়োজনও হয়। সেখানেই বাইরে তখন হাতাহাতি করছেন দুই বিজেপি কর্মী। অভিজিৎ নাহার অভিযোগ, সব্যসাচী রায়চৌধুরী ‘তোলাবাজ’। তিনি উচ্চ পদস্থ সরকারি আধিকারিক বা শীর্ষ স্থানীয় নেতাদের নাম করে টাকা তোলেন। এমনকী, বেকার যুবকদের থেকেও সব্যসাচী টাকা তুলেছেন তিনি। সেই তালিকায় অভিজিৎও আছেন বলে অভিযোগ। তবে, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে সব্যসাচীর দাবি, শমীক ভট্টাচার্যের আহ্বানেই তিনি বৈঠকে গিয়েছেন। তিনি একজন আইনজীবী ও বিজেপি কর্মী।

আরও পড়ুন- বিজেপির ‘চোর’ মন্তব্যে পাল্টা এবার কড়া বার্তা সৌগতর

এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য স্বীকার করেন যে তিনিই সব্যসাচীকে ডেকেছিলেন ওকালতনামায় স্বাক্ষর করে দেবেন বলে। অভিজিৎ নাহার অভিযোগ সঙ্গে মন্তব্য না করলেও, শমীকের দাবি সব্যসাচীর সঙ্গে অভিজিৎই তাঁর পরিচায় করিয়ে দিয়েছিলেন। তবে, ভিতরে যখন দলের কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বৈঠক চলছে, তখন প্রকাশ্য রাস্তায় হাতাহাতি করছেন দুই বিজেপি কর্মী- এই দৃশ্যে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। আর এই ঘটনা নিয়ে নিন্দায় সরব বিরোধীরাও।


 

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...