Saturday, November 1, 2025

ভারতে বৈদেশিক মুদ্রার সঞ্চয় দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

Date:

Share post:

ভারতে অনেক দিন ধরেই বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়ছিল। ফলে, সঞ্চয় বৃদ্ধির নতুন নতুন রেকর্ডও হচ্ছিল। তাতে এবারে কিছুটা ভাটা পড়েছে।আগের সপ্তাহে বৈদেশিক মুদ্রার সঞ্চয় রেকর্ড পর্যায়ে পৌঁছনোর পর গত ১০ সেপ্টেম্বর তা ১৩৪ কোটি ডলার কমেছে। এই কারণে দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয়৬৪ হাজার ১১১ কোটি মার্কিন ডলারে নেমে আসে। শুক্রবার  রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) এই তথ্য দিয়েছে।

আরবিআইর তথ্য অনুযায়ী, ৩ সেপ্টেম্বর ভারতে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ৬৪ হাজার ২৪৫ কোটি ডলারে উঠেছিল। ওই সপ্তাহে সঞ্চয় ৮৮৯ কোটি ডলার বেড়েছিল। সেটিই ভারতে সর্বকালের সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রার সঞ্চয়।আর্থিক বিপর্যয় ব্যবস্থাপনা, আমদানি ব্যয় মেটানো, স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন রোধ, মুদ্রানীতি জোরদারকরণ, বাজারে আস্থা ধরে রাখাসহ বাজেট বাস্তবায়ন, বৃহৎ প্রকল্পে অর্থের জোগান এবং বৈদেশিক দায় পরিশোধে সব দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সম্পদের মজুত হিসেবে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রা মজুত রাখে।

পরিজার্ভ ব্যাঙ্ক -এর সাপ্তাহিক পরিসংখ্যানগত তথ্য অনুযায়ী ১৯ আগস্ট শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় ৬.৬৮৭ বিলিয়ন ডলার  কমে ৫৬৪.০৫৩ বিলিয়ন ডলার হয়েছে, যা দুই বছরের মধ্যে সর্বনিম্ন এবং টানা তৃতীয় সপ্তাহে হ্রাস পেয়েছে।১২ আগস্ট শেষ হওয়া সপ্তাহে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২.২৩৮ কমে ৫৭০.৭৪ বিলিয়ন ডলার হয়েছিল।গত জুলাইয়ের শুরু থেকে প্রতি সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা হ্রাস পেয়েছে।

অর্থনীতিবিদেরা মনে করছেন, যে কোনও দেশেরই নিজস্ব মুদ্রার বাইরে বিদেশি মুদ্রায় সঞ্চয় রাখা উচিত। নিয়মটি সারা বিশ্বই মেনে চলে। অবশ্য এ জন্য বিশ্বের বেশির ভাগ দেশই সাধারণত মার্কিন ডলারকে বেছে নেয়।এদিকে ভারতের শীর্ষ ব্যাঙ্কে সোনার রিজার্ভ বা মজুতের পরিমাণও ৪১ কোটি ৩০ লাখ ডলার কমেছে। এতে সোনার মজুত ৩ হাজার ৭৬৭ কোটি ডলারে নেমে গেছে। বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার পর দেশের অর্থনীতির অবনতি ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই বিষয়ে আরবিআইয়ের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি।

 

 

 

 

 

 

spot_img

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...