শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে মারণ ভাইরাস। গত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Central Health Ministry)তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা ৬১৬৮। গতকালের থেকেও যা বেশ খানিকটা কম।

যত সময় যাচ্ছে করোনার দাপট কমছে। ভ্যাকসিন আর বুস্টারের জোড়া ফলায় উপকার করোনা। সক্রিয় রোগের সংখ্যা এবং পজিটিভিটি রেট দুটোতেই গ্রাফ নিম্নমুখী। অ্যাকটিভ রোগীর সংখ্যা (Active cases) এই মুহূর্তে ৫৯ হাজারে দাঁড়িয়েছে। পজিটিভিটি রেট এই ১.৯৪ শতাংশ। সারা দেশে করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৯৩২ ।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ (Corona vaccination) দেওয়া হয়েছে ২১২ কোটি ৭৫ লক্ষের বেশি। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৬৮৫ জন।
