Friday, December 26, 2025

তুলে এনে কাপড় খুলে নেব: তৃণমূল সাংসদ সৌগতকে অশ্লীল আক্রমণ দিলীপের

Date:

Share post:

তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়ের(Sougata Roy) মন্তব্যের জবাব দিতে গিয়ে অশ্লীল ভাষায় বর্ষীয়ান সাংসদকে আক্রমণ শানালেন বিজেপির(BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরে এক সভায় সৌগত রায়ের নাম না করে দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেন, “মোটা কালো ধুমসা একটা এমপি আছে খালি বলে জুতা মারবে। কিছুই করতে পারবি না। কালকে লোক তোর কাপড় খুলে দেবে। আমি বলছি, কলার ধরে নিয়ে এসে গাছের তলায় জুতাপেটা করতে পারি।” দিলীপের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

সাম্প্রতিক সময়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কুৎসাকারীদের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছিলেন সাংসদ সৌগত রায়। তাঁর ‘জুতোপেটা’ মন্তব্যের পাল্টা তোপ দাগতে গিয়ে নাম না করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, “চিরদিন সমান কারও যায় না। সাবধানে কথা বলো। আমরা কি মায়ের দুধ খাইনি? জল খেয়ে বড় হয়েছি নাকি? আমরা তুলে নিয়ে এসে এই অশ্বত্থ গাছের তলায় নিয়ে এসে জামাকাপড় খুলতে পারি। জুতোপেটা করতে পারি। তৃণমূলের কোনও বাপের বেটার হিম্মত নেই আটকে রাখতে পারে।” এখানেই থামেননি দিলীপ একইসঙ্গে বলেন, “আর এই ভরা বাজারে বলতে এসেছি যেখানে আমার কার্যকর্তাদের উপর অত্যাচার করা হয়েছে। দিলীপ ঘোষ মরে যায়নি। অন্যের পয়সা ঝেড়ে খাই না, লুট করি না। সব লেখা আছে। হাওয়া ঘুরছে।”

উল্লেখ্য, চাঁচাছোলা আক্রমণের জন্য বরাবরই শিরোনামে থাকেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি থাকাকালিন তাঁর নানা মন্তব্য রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। তবে সাম্প্রতিক সময়ে অতীতের মতো বিতর্ক খুব একটা তৈরি না করলেও, এদিন সৌগতকে তুলোধনা করার পাশাপাশি তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, ‘দিলীপ ঘোষ মরে যায়নি’।

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...