Wednesday, November 12, 2025

নির্বাচনে জালিয়াতির অভিযোগ, জেল হেফাজতের সময়সীমা বাড়ল নোবেল জয়ী নেত্রীর

Date:

Share post:

খারাপ সময় কিছুতেই যেন পিছু ছাড়ছে না নোবেল জয়ী নেত্রীর আং সান সুকি-র।তার বিরুদ্ধে এবার নির্বাচনে বড়সড় দুর্নীতির (Election Corruption) অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে ৩ বছরের সশ্রম কারাদন্ড (Jail Cutody) দেওয়া হল আং সান সুকিকে (Aung San Suu Kyi)। মায়ানমারের একটি আদালত শুক্রবার এই রায় দিয়েছে। এর আগে গত অগাস্ট মাসে চারটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন নোবেলজয়ী নেত্রী (Nobel Laureate Leader)। সেইসময় তাঁকে ৬ বছরের সাজা শোনানো হয়। তারও আগে এপ্রিল মাসে এগারোটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সু কি।

অভিযোগ,২০২০ সালে জালিয়াতি করে মায়ানমারের ক্ষমতা দখল করে সু কি-র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দল (National League For Democracy)। মায়ানমার সংসদের (Mayanmar Assembly) নিম্নকক্ষের ৪২৫ আসনের মধ্যে ৩৪৬ আসনে জয় পায় তাঁরা। কিন্তু রোহিঙ্গা ইস্যু (Rohinga) সহ একাধিক বিষয়ে দেশের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয় সু কি সরকারের। ধীরে ধীরে বদলে যেতে থাকে দেশের গোটা পরিস্থিতি। গতবছরের মে মাসে প্রথমবার সু কি-কে আদালতে তোলা হয়। সেখান থেকেই দেশবাসীর উদ্দেশে আইনজীবী মারফত বার্তা দেন তিনি।
২০২১ সালে আচমকাই সেনাবাহিনী মায়ানমার নিজেদের দখলে নেয়। পতন হয় নির্বাচিত সরকারের। আর সেই সময় থেকেই সেনার নির্দেশে বন্দি মায়ানমারের নেত্রী সান সু কি। আর্থিক দুর্নীতি (Financial Corruption), ভোটে কারচুপি (Voting Ragging), ভোটপ্রচারে করোনাবিধি ভাঙা সহ একাধিক অভিযোগ দায়ের করা হয় নোবেল জয়ী নেত্রীর বিরুদ্ধে।

এরপর একাধিকবার উদ্বেগপ্রকাশ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সু কি কে মুক্তি দেওয়ার দাবি ভারত সহ একাধিক দেশ জানালেও লাভের লাভ কিছুই হয়নি। মায়ানমার জুড়ে শুরু হয় সেনার বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ প্রদর্শন। রণক্ষেত্রের চেহারা নেয় মায়ানমার। তবুও মুক্তি মেলেনি সু কি-র।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...