Monday, January 12, 2026

সিবিআইয়ের জালে হালিশহর পুরসভার চেয়ারম্যান, ফ্ল্যাট থেকে উদ্ধার ৬০ লক্ষ টাকা ও আগ্নেয়াস্ত্র

Date:

Share post:

আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার (Arrest) হলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান (Halisahar Municipality Chaiman) রাজু সাহানি (Raju Sahani)। শুক্রবার দুপুরেই রাজুর নিউটানের একটি ফ্ল্যাটে হানা দেন সিবিআই আধিকারিকরা (CBI Officials)। জানা গিয়েছে, কলকাতার ফ্ল্যাটে হানা দিয়ে এখনও পর্যন্ত ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও (Firearms)। তবে রাজুর কাছে কয়েক কোটি টাকা সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলেই সিবিআই সূত্রে খবর। এছাড়া রাজুর থাইল্যান্ডের (Thailand) একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও (Bank Account) নজর রয়েছে তদন্তকারীদের। কোথা থেকে এল এত বিপুল পরিমাণ নগদ টাকা? তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, এক চিটফান্ড সংস্থা থেকে সবরকম সুযোগসুবিধা নিয়েছেন হালিশহরের চেয়ারম্যান। সিবিআই তদন্তে উঠে এসেছে, ওই চিটফান্ড কোম্পানির বিপুল পরিমাণ টাকা রাজুর কাছে এসেছিল। তবে এদিন উদ্ধার হওয়া টাকার বিষয়ে তদন্তকারী আধিকারিকদের কোনও সদুত্তর দিতে পারেননি রাজু। আর তারপরই আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার করা হয় হালিশহরের চেয়ারম্যানকে। সিবিআই সূত্রে আরও খবর, গত কয়েকবছরে থাইল্যান্ডের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা গিয়েছে। রাজু এই টাকা কার থেকে পেলেন বা কাকে দিতেন একাধিক তথ্য খতিয়ে দেখা হবে। এদিন টাকা লেনদেনের নথিও কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আর সেই সূত্র ধরেই রহস্যের কিনারা করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

হালিশহর পুরসভায় বেশ কয়েকদিন ধরেই আসছিলেন না তিনি। নিউটাউনের ফ্ল্যাটেই গা ঢাকা দিয়েছিলেন। আর শুক্রবার দুপুরে খবর পেয়ে নিউটাউনের ফ্ল্যাটে হানা দেন সিবিআই আধিকারিকরা। হালিশহরের দু’বারের চেয়্যারম্যান রাজু। গত পুরভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তাঁর বাবা হালিশহরের একসময়ের সিপিএম নেতা ও কাউন্সিলর লক্ষ্মণ সাহানি লক্ষ্মণ সাহানি। স্থানীয়দের থেকে চিটফান্ডের নামে টাকা তুলে হালিশহরে গঙ্গার ধারে রাজু একটি বাগানবাড়ি বানান বলে অভিযোগ। পাশাপাশি হালিশহর ছাড়াও কলকাতার একাধিক জায়গায় নিজের নামে সম্পত্তি বাড়িয়েছিলেন রাজু।

আরও পড়ুন- নতুন তৃণমূল আসলে কী? ইডি দফতর থেকে বেরিয়ে ব্যাখ্যা দিলেন অভিষেক

spot_img

Related articles

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...