Sunday, November 9, 2025

আমায় মিথ্যা মামলায় ফাঁসাতে চাপ দেওয়ায় আত্মঘাতী CBI অফিসার: বিস্ফোরক সিসোদিয়া

Date:

Share post:

দিল্লির(Delhi) উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে(Monish Sisodia) মিথ্যা মামলায় ফাঁসাতে প্রবল চাপ সৃষ্টি করা হয়েছে, যার জেরেই আত্মহত্যা করেছেন সিবিআইয়ের(CBI) এক আধিকারিক। সোমবার এমনই চাঞ্চল্যকর দাবি করে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন কেজরির ডেপুটি। শুধু তাই নয়, কেন মিথ্যা মামলা সাজাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের চাপ দেওয়া হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন সিসোদিয়া।

গত সপ্তাহে জিতেন্দ্র কুমার নামে সিবিআই-এর একজন আইনি উপদেষ্টা দক্ষিণ দিল্লিতে তাঁর নিজ বাসভবনেই আত্মঘাতী হন। গত বৃহস্পতিবার, সকাল পৌনে সাতটা নাগাদ, ডিফেন্স কলোনি থানায় একটি ফোন আসে। যেখানে জানানো হয়, জিতেন্দ্র কুমারকে তাঁর বাসভবনে ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। এরপরই এক ফরেনসিক মোবাইল টিম-সহ অপরাধ দমন শাখার একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। তারাই সিবিআই-এর ওই আইনি উপদেষ্টার দেহ উদ্ধার করে। এই ঘটনার পর সোমবার দিল্লির উপমুখ্যমন্ত্রী এই মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বলেন, “আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য এক সিবিআই অফিসারকে চাপ দেওয়া হয়েছিল। তিনি সেই মানসিক চাপ নিতে পারেননি এবং আত্মহত্যা করেছেন… আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, কেন অফিসারদের এত চাপ দেওয়া হচ্ছে যে তারা এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন?”

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে নেমে একাধিকবার সিসোদিয়ার বাড়ি অফিস সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে কেন্দ্রীয় সংস্থা। যদিও আশানুরুপ কিছুই হাতে আসেনি সিবিআইয়ের। পাশাপাশি এই তদন্তকে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ও জনমানসে তাঁদের ভাবমূর্তী খুন্ন করার প্রচেষ্টা বলে তোপ দাগা হয়েছে আপ সরকারের তরফে। এই পরিস্থিতিতে মণীশ সিসোদিয়ার এহেন দাবি আরও স্পষ্ট করে দিচ্ছে জাতীয় রাজনীতিতে মোদি সরকারের প্রতিহিংসা পরায়ণ মানসিকতা ও রাজনৈতিক ষড়যন্ত্র।

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...