ফের হানি ট্র্যাপ(honey trap) শিকার হলেন ভারতীয় সেনা(Indian army) জওয়ান। বছর ২৪ এর এক জাওয়ানকে প্রেমের জলে ফাঁসিয়ে সেনাবাহিনীর গোপন তথ্য হাতিয়ে নিল এক পাকিস্তানি(Pakistan) মহিলা। জানা গিয়েছে ওই পাকিস্তানি মহিলা আসলে কাজ করছিলেন ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর হয়ে। সেনাবাহিনীর গোপন তথ্য আইএসআই এজেন্টের হাতে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই জওয়ানকে।

জানা গিয়েছে, ওই পাকিস্তানি যুবতী নিজেকে হিন্দু মহিলা বলে পরিচয় দিয়ে প্রেমের জালে ফাঁসায় ভারতীয় সেনার সদস্যকে। তিনি জানায়, তাঁর নাম ছাদাম, মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা। তবে তিনি বেঙ্গালুরুর একটি কর্পোরেটে কাজ করেন। ভারতীয় সৈন্যের ওই সদস্য এ সবই বিশ্বাস করে নেন। তাঁদের যোগাযোগ ঘটার কয়েক মাসের মধ্যেই অভিযোগ, তিনি বিয়ে করার কথা বলে দিল্লি এসেছিলেন। আর তখনই তিনি তাঁর কাজকর্ম ও বিভাগ সংক্রান্ত গোপন কাগজপত্র ওই তরুণীর হাতে তুলে দেন। কিন্তু বেঙ্গালুরুর কর্পোরেটে কর্মরত বলে নিজের পরিচয় দেওয়া ওই তরুণী আসলে কাজ করছিলেন ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর হয়ে। ফলে, তরুণীর মারফত তাদের হাতেই চলে যাচ্ছিল ভারতীয় মিলিটারির তথ্য। এই প্রেম পর্বে তাদের দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল হোয়াটসঅ্যাপে।

তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, ওই পাক এজেন্টকে সেনাবাহিনীর একাধিক জরুরী তথ্য দিয়েছেন অভিযুক্ত সেনা। পুলিশি তদন্তে অভিযুক্ত গোটা বিষয়টি ধরা পড়ার পর তড়িঘড়ি গ্রেপ্তার করা হয় ওই সেনা জওয়ানকে।
