প্রাথমিকে আরও ১১২ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Cacutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli)। এই নিয়ে গত ৩দিনে মোট ১৮৯ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হল। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ১১২ জনকে চাকরিতে নিযোগ করতে হবে। নিয়োগ সুপারিশ দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশ কার্যকর হল কি না তার খোঁজ নেবে হাইকোর্ট।

প্রাথমিকের টেটে সোমবার ২৩ জন, মঙ্গলবার ৫৪ জন ও বুধবার ১১২ জনকে চাকরির নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ ২০১৪-এ টেট (TET) পরীক্ষায় বসেছিলেন এই ১১২ জন। প্রশ্নপত্রে ভুল থাকায়, যেসব পরীক্ষার্থী ওই প্রশ্নের উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী ওই ১১২ জনের নম্বর বাড়ে। কিন্তু তার সত্ত্বেও কেন নিয়োগ করা হল না, এ নিয়ে উচ্চ আদালতে আবেদন করেন তাঁরা। তার প্রেক্ষিতেই এদিন এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
