Monday, November 10, 2025

রাজ্যবাসীর জন্য সুখবর, দেশের মধ্যে প্রথম SSKM-এ আধুনিক উৎকর্ষ কেন্দ্র

Date:

Share post:

পুজোর আগেই নতুন সাজে সেজে উঠতে চলেছে এসএসকেএম (SSKM)। হাসপাতালে এবার চালু হচ্ছে ইন্সটিটিউট অফ অটো রাইনোল্যারিঙ্গ অ্যান্ড হেড নেক সার্জারি (Institute of Auto Rainolaring and Head Neck Surgery) ইউনিট। রাজ্য স্বাস্থ্য দফতরের (Heath Department) দাবি, ভারতের মধ্যে একমাত্র এসএসকেএমেই এমন ‘সেন্টার অফ এক্সেলেন্স’ (Centre Of Excellence) তথা উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। আর এমন উদ্যোগের পর অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্স (All India Medical Science) বা পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ চণ্ডীগড়ের (PGI Chandigarh) মতো প্রথম সারির হাসপাতালকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারবে কলকাতার এই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল (Multi Super Speciality Hospital)।

পিজি হাসপাতালের সিনিয়র অধ্যাপক বা বিভাগীয় চিকিৎসকদের সাফ নির্দেশ আগে কোনও মৃতদেহের অস্থায়ী হাড় (Temporal Bone), নাক, ঘাড় বা গলার কোনও সূক্ষ অঙ্গপ্রত্যঙ্গ কেটে শিক্ষানবিশ চিকিৎসকদের সড়গড় হতে হবে। আর তারপরই মিলবে অস্ত্রোপচারের অনুমতি। সেই অস্ত্রোপচারের (Operation) সরাসরি ফুটেজ অনলাইনে পাশের ঘরে বসে দেখবেন অভিজ্ঞ চিকিৎসকরা (Expert Doctors)। পুজোর আগেই রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের এমন উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছে সব মহলই। ইতিমধ্যে পিজি হাসপাতালে প্রস্তুতি তুঙ্গে। হাসপাতালের তিন ও চারতলায় এই অত্যাধুনিক উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) সরজমিনে বিষয়টি খতিয়ে দেখেছেন। পাশাপাশি নতুন কেন্দ্রে সর্বদা কড়া নজরে রেখেছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ চার বছর ধরে নাক, কান ও গলা বিভাগের নতুন কেন্দ্র গড়ে তোলার জন্য একাধিক পরীক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন ইউনিট বানাতে খরচ হয়েছে মোট ২০০ কোটি টাকা।

ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালের ৫ তলায় তৈরি হয়েছে অপারেশন টেবিল (Operation Table)। সেখানে একদিকে যেমন চলবে গবেষণা (Research Work) ঠিক তেমনই চলবে অপারশনের কাজ। হেড অ্যান্ড নেক সার্জারির অধ্যাপক অরুনাভ সেনগুপ্ত (Arunava Sengupta) জানিয়েছেন, দীর্ঘ ৪ বছর ধরে তাঁরা যে স্বপ্ন দেখেছিলেন, আজ তা বাস্তবায়িত হল। দেশের একমাত্র উৎকর্ষ কেন্দ্র শুধুমাত্র এসএকেএমেই তৈরি হল। একমাত্র কঠিন অনুশীলনের মাধ্যমেই একজন সফল চিকিৎসক গড়ে ওঠেন। অতএব জুনিয়র চিকিৎসকরা যত বেশি মৃতদেহ কাটাছেঁড়া করবেন ততই তাঁরা ভবিষ্যতে সফল হতে পারবেন। এতে একদিকে যেমন তাঁদের ভালো হবে, ঠিক তেমনই উপকৃত হবেন রাজ্যবাসী।

আরও পড়ুন- বদনাম করাই উদ্দেশ্য, কয়লাকাণ্ডে যুক্ত থাকলে রাজনীতি ছেড়ে দেবো: CBI হানায় ক্ষুব্ধ মলয়


 

 

 

 

spot_img

Related articles

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...