Friday, August 29, 2025

কথা রাখেননি মোদি, সুভাষচন্দ্রের মূর্তির উদ্বোধনে উপস্থিত থাকবেন না তাঁর কন্যা

Date:

Share post:

গত ২৩ জানুয়ারি, সুভাষচন্দ্রের জন্মজয়ন্তীতে ইন্ডিয়া গেটে তাঁর হলোগ্রাম-মূর্তি বসানো হয়েছিল। কথা ছিল স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে অর্থ্যাৎ ১৫  অগাস্ট একই জায়গায় পাথরের মূর্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কথা রাখেননি তিনি। এদিকে আজ, বৃহস্পতিবার দিল্লির সুপ্রাচীন’ রাজপথ’-এর নাম বদলে করা হল ‘কর্তব্য পথ’। নতুন এই পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঠিক হয়েছে এদিনই ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করবেন তিনি। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না সুভাষ কন্যা অনিতা বসু পাফ। কিন্তু কেন?

আরও পড়ুন:নির্লজ্জ সরকার! করোনায় মরছে দেশ আর মোদির স্বপ্নের ‘সেন্ট্রাল ভিস্তা’য় অত্যাবশ্যক তকমা

একটি সাক্ষাৎকারে সুভাষ-কন্যা জানিয়েছেন, ১৫ অগাস্ট ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্রের পাথরের মূর্তি প্রতিষ্ঠার  উপলক্ষে তাঁকে আগাম আমন্ত্রণ করা হলেও পরে অনুষ্ঠান বাতিলের কথা আর জানানো হয়নি। অনিতা বলেছেন, ‘‘একটা আমন্ত্রণ আসতে পারে বলে ২৯ অগাস্ট খবর দেওয়া হয়েছিল। ৩ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রক সরকারি আমন্ত্রণপত্র পাঠিয়েছে। আগের বারের অভিজ্ঞতার জন্য এ বারও অনিশ্চয়তায় ছিলাম। আর আজ অবধি কোনও অনুষ্ঠানসূচি দেখলাম না— অবশ্য কিছু না-ও হতে পারে। আমি যতটুকু জানি, প্রধানমন্ত্রী খুব অল্পক্ষণের জন্য উপস্থিত হবেন আর অনেকটা দূর থেকে তাঁকে শুধু দেখতে পাব। শতখানেক দর্শকের মধ্যে আমার বসে থাকা বা না-থাকাটা কেউ ধর্তব্যেও আনবেন না।’’ তাঁর কথায়, ‘‘আমি খুশি হতে পারছি না, কারণ সমস্ত আয়োজনটাই অত্যন্ত বিশৃঙ্খল। তবে মূর্তি বসছে বলে আমি অবশ্যই খুশি। ৮ সেপ্টেম্বর তারিখটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। নেতাজির সঙ্গে এর কোনও যোগই নেই। আমরা মোটামুটি আশা করেছিলাম, ২১ অক্টোবর (আজাদ হিন্দ গঠন, এ বার আশিতম বছর) বা ২৩ জানুয়ারি (সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী) হবে।’’

প্রসঙ্গত, আজ মোদির স্বপ্নের সাড়ে ১৩ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের প্রথম ধাপ উদ্বোধন হতে চলেছে। । নয়া দিল্লির সেন্ট্রাল ভিস্তা লন থেকে ইন্ডিয়া গেট অবধি রাস্তার উদ্বোধন করা হবে। এই প্রকল্পে নতুন সংসদ ভবন, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নতুন বাসভবন ও দফতর, মন্ত্রকের নতুন বাড়ি ইত্যাদি হয়েছে। আজ সন্ধ্যায়  প্রধানমন্ত্রী নতুন করে সাজানো সেন্ট্রাল ভিস্তা, কর্তব্য পথ এর উদ্বোধন করবেন।  নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিরও আবরণ উন্মোচন করবেন তিনি।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...