Saturday, November 8, 2025

রুদ্রপ্রয়াগে মিলল গোপন হ্রদের সন্ধান! গুগল ঘেঁটে হিমালয়ের বুকে নতুন আবিষ্কার

Date:

Share post:

পাহাড়ের টানে ছয় বন্ধু মাঝেমধ্যেই এখানে ওখানে বেরিয়ে যেতে পছন্দ করেন। দুঃসাহসিক অভিযানে (Adventure tourism) এবারও যাত্রা শুরু। তবে পাশাপাশি আবিষ্কারের আনন্দ। এবার গুগল আর্থ (Google Earth) দেখে হিমালয়ের (Himalaya) বুকে নতুন হ্রদ আবিষ্কার করলেন অভিষেক, আকাশ, দীপক, বিনয়, ললিত মোহন এবং অরবিন্দ। সমুদ্রতল থেকে প্রায় ১৬ হাজার ফুট উপরে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে হ্রদটি খুঁজে বার করেছেন তাঁরা। রুদ্রপ্রয়াগে (Rudraprayag) গাড়োয়াল হিমালয়ের খাঁজে লুকিয়ে ছিল নামহীন সেই হ্রদ (Lake)।

উত্তরাখণ্ডের ছয় বাসিন্দা করোনাকাল থেকেই গুগল আর্থ নিয়ে পড়াশোনা করতে শুরু করেন। তখনই এক অজানা হ্রদের সন্ধান পান তাঁরা। আগ্রহের বশেই সেই নিয়ে পড়াশোনা করতে শুরু করেন। থিওরির পরে ঠিক করেন নিজেরা দেখে আবিষ্কার করবেন। এক বছরের প্রস্তুতির পর অবশেষে ২৭ অগস্ট শুরু হয় দুঃসাহসিক সেই অভিযান। ছ’জনের সেই অভিযাত্রী দলের নেতৃত্বে ছিলেন অভিষেক পানোয়ার। তাঁর গ্রাম গৌন্দার থেকেই আসল যাত্রা শুরু হয়। প্রায় ১১ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে তাঁরা প্রথমে মদমহেশ্বর ধাম তারপর সেখান থেকে হাড়-কাঁপানো ঠান্ডায় সামনের দিকে এগিয়ে যাওয়া। উত্তরাখণ্ডের পবিত্র শিব তীর্থগুলির মধ্যে অন্যতম এই ধাম পঞ্চকেদারের অংশ। সেই মদমহেশ্বর ধামে বেস ক্যাম্প তৈরি করেন তাঁরা। তার পর মদমহেশ্বর থেকে ছ’দিনের রুদ্ধশ্বাস অভিযান। আবহাওয়া খুব একটা অনুকূল ছিল না। অবশেষে এল সেই দিন, ১ সেপ্টেম্বর ভোরে হ্রদের ঠিক কাছে পৌঁছে যান অভিষেক, আকাশরা। তখন চোখের সামনে আবিষ্কারের আনন্দ। তাঁরা বিশ্বাস করতে পারছেন না এখনও। জানা যায় উত্তরাখণ্ড সরকারের পর্যটন দফতর (Tourism Department of Uttarakhand) অভিষেকদের এই নতুন হ্রদ আবিষ্কারের বিষয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করেছে।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...