Wednesday, August 27, 2025

যুদ্ধ নিয়ে মোদির অবস্থানকে সম্মান জানালেন ভ্লাদিমির পুতিন

Date:

Share post:

সকলেরই নজর ছিল SCO সামিটে। শুক্রবার মোদি-পুতিন বৈঠকে (Narendra Modi Vladimir Putin Meeting) কী নিয়ে আলোচনা হয়, সেই নিয়েও আগ্রহ ছিল গোটা বিশ্বের। শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক শুরু হতেই সকলের চোখ আটকে ছিল সে দিকে। বৈঠকের শুরুতেই রাশিয়াকে যুদ্ধ থামানোর আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সঙ্গে রুশ প্রেসিডেন্টকে দিলেন বিশেষ পরামর্শও। মোদি বলেন, “এটা যুদ্ধ করার সময় নয়।”

এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Russian President Vladimir Putin) ভারতের প্রধানমন্ত্রী বলেন, “এটা যুদ্ধ করার সময় নয়। বরং গোটা বিশ্বের জ্বালানি, খাদ্যসংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে আমাদের নজর ফেরানো উচিত।” সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে সমরকন্দে মুখোমুখি হয়েছিলেন মোদি-পুতিন। তিনি বলেন, “আমি গত ডিসেম্বর মাসে আপনার সঙ্গে কথা বলেছিলাম। এরপর যুদ্ধ শুরুর পর থেকেও একাধিকবার আপনার সঙ্গে কথা হয়েছে। শান্তির পথে হাঁটার জন্য আপনাকে বহুবার অনুরোধ জানিয়েছি।” একইসঙ্গে মোদির সংযোজন, “গণতন্ত্র, কুটনীতি এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।”
মোদির পরামর্শের জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এদিন দ্বিপাক্ষিক বৈঠকে হিন্দিতে কথা বলতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। দোভাষীর মাধ্যমে রুশ প্রেসিডেন্টের (Russian President) সঙ্গে বার্তালাপ হয় তাঁর। ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এদিন বলেন, “আমি ভারতের অবস্থান জানি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আপনার উদ্বেগ সম্পর্কেও আমি ওয়াকিবহাল। আমরাও চাই এই সমস্যার দ্রুত নিষ্পত্তি হোক। আমরা আপনাকে প্রতি মুহূর্তের আপডেট জানাতে থাকব।” জন্মদিনের আগে মোদিকে কী বললেন পুতিন?
জন্মদিনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমার প্রিয় বন্ধু, আগামীকাল তোমার জন্মদিন। কিন্তু, রাশিয়ান ঐতিহ্য অনুযায়ী, আমরা কাউকে আগের দিন শুভেচ্ছা জানাই না। তাই আগাম শুভেচ্ছা জানাচ্ছি না। তোমায় আগামীদিনের জন্য অনেক অভিনন্দন। ভারতকেও আগামীর শুভেচ্ছা। তোমার নেতৃত্বে ভারত উন্নতির শিখরে পৌঁছক, এই কামনাই করি।”

পরের বছর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সভাপতিত্বের দায়িত্ব পাচ্ছে ভারত। এর জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংও ২০২৩ সালে ভারতের এসসিও সভাপতিত্ব লাভ করছে বলে, ভারতকে অভিনন্দন জানিয়েছেন। এসসিও-র বর্ধিত বৃত্তের সম্মেলনে শি জিনপিং বলেন, “আগামী বছর এসসিও শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত। এর জন্য ভারতকে আমি অভিনন্দন জানাই।”

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...