Monday, January 12, 2026

যুদ্ধ নিয়ে মোদির অবস্থানকে সম্মান জানালেন ভ্লাদিমির পুতিন

Date:

Share post:

সকলেরই নজর ছিল SCO সামিটে। শুক্রবার মোদি-পুতিন বৈঠকে (Narendra Modi Vladimir Putin Meeting) কী নিয়ে আলোচনা হয়, সেই নিয়েও আগ্রহ ছিল গোটা বিশ্বের। শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক শুরু হতেই সকলের চোখ আটকে ছিল সে দিকে। বৈঠকের শুরুতেই রাশিয়াকে যুদ্ধ থামানোর আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সঙ্গে রুশ প্রেসিডেন্টকে দিলেন বিশেষ পরামর্শও। মোদি বলেন, “এটা যুদ্ধ করার সময় নয়।”

এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Russian President Vladimir Putin) ভারতের প্রধানমন্ত্রী বলেন, “এটা যুদ্ধ করার সময় নয়। বরং গোটা বিশ্বের জ্বালানি, খাদ্যসংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে আমাদের নজর ফেরানো উচিত।” সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে সমরকন্দে মুখোমুখি হয়েছিলেন মোদি-পুতিন। তিনি বলেন, “আমি গত ডিসেম্বর মাসে আপনার সঙ্গে কথা বলেছিলাম। এরপর যুদ্ধ শুরুর পর থেকেও একাধিকবার আপনার সঙ্গে কথা হয়েছে। শান্তির পথে হাঁটার জন্য আপনাকে বহুবার অনুরোধ জানিয়েছি।” একইসঙ্গে মোদির সংযোজন, “গণতন্ত্র, কুটনীতি এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।”
মোদির পরামর্শের জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এদিন দ্বিপাক্ষিক বৈঠকে হিন্দিতে কথা বলতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। দোভাষীর মাধ্যমে রুশ প্রেসিডেন্টের (Russian President) সঙ্গে বার্তালাপ হয় তাঁর। ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এদিন বলেন, “আমি ভারতের অবস্থান জানি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আপনার উদ্বেগ সম্পর্কেও আমি ওয়াকিবহাল। আমরাও চাই এই সমস্যার দ্রুত নিষ্পত্তি হোক। আমরা আপনাকে প্রতি মুহূর্তের আপডেট জানাতে থাকব।” জন্মদিনের আগে মোদিকে কী বললেন পুতিন?
জন্মদিনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমার প্রিয় বন্ধু, আগামীকাল তোমার জন্মদিন। কিন্তু, রাশিয়ান ঐতিহ্য অনুযায়ী, আমরা কাউকে আগের দিন শুভেচ্ছা জানাই না। তাই আগাম শুভেচ্ছা জানাচ্ছি না। তোমায় আগামীদিনের জন্য অনেক অভিনন্দন। ভারতকেও আগামীর শুভেচ্ছা। তোমার নেতৃত্বে ভারত উন্নতির শিখরে পৌঁছক, এই কামনাই করি।”

পরের বছর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সভাপতিত্বের দায়িত্ব পাচ্ছে ভারত। এর জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংও ২০২৩ সালে ভারতের এসসিও সভাপতিত্ব লাভ করছে বলে, ভারতকে অভিনন্দন জানিয়েছেন। এসসিও-র বর্ধিত বৃত্তের সম্মেলনে শি জিনপিং বলেন, “আগামী বছর এসসিও শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত। এর জন্য ভারতকে আমি অভিনন্দন জানাই।”

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...