Wednesday, November 12, 2025

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ

Date:

Share post:

শিক্ষক নিয়োগে দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) গ্রেফতার (Arrest) করল সিবিআই (CBI)। গত ২৪ অগাস্ট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও ঠিক তার পরদিন অর্থাৎ ২৫ তারিখ বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা। সেসময় বারবার তাঁর আমলে কোনও দুর্নীতি হয়নি বলে অভিযোগ জানালেও মিলল না রেহাই। সোমবার দুপুর গড়াতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (VC of North Bengal University) গ্রেফতার করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। খুব শীঘ্রই আদালতে সুবীরেশকে নিজেদের হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। আর সেই কারণ দেখিয়েই এদিন সুবীরেশকে গ্রেফতার করা হল বলে সিবিআই সূত্রে খবর। মঙ্গলবার সুবীরেশকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানান হবে। এর আগে এই মামলায় শান্তিপ্রসাদ সিনহা, কন্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহাকে গ্রেফতার করা হয়।
সোমবারই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই জেরার মুখে বারবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী পদে থাকলেও তিনি আধিকারিকদের উপর ভরসা রেখেছিলেন। পার্থর দাবি আধিকারিকদের তৈরি করা নথিতে তিনি শুধু সই করতেন। পাশপাশি এদিন পার্থকে জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশের যোগসূত্র খুঁজে পান আধিকারিকরা। তারপরই গ্রেফতার করা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। সিবিআই-র অভিযোগ, দুর্নীতি মামলার সবটাই জানতেন সুবীরেশ। তবে তিনি সবকিছু জানলেও এতদিন চুপ করেছিলেন। তদন্তকারীদের কোনওরকম ভাবে সাহায্য করেননি।

spot_img

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...