Sunday, November 9, 2025

ডেঙ্গি সামলাতে এবার ‘পালস মোড ক্লিন অ্যাক্টিভিটি’র ঘোষণা করল পুরসভা

Date:

Share post:

সামনে পুজো, তার আগেই বাড়ছে ডেঙ্গুর (Dengue) প্রাদুর্ভাব। এবার করা নির্দেশিকা জারি করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর (Department of Public Works and Urban Development)। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। প্রয়োজনে বিশেষ পর্যবেক্ষক টিম পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার কথাও চিন্তাভাবনা করছে প্রশাসন। এর মধ্যেই বড় ঘোষণা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের। আগামী ২৬শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত ‘পালস মোড ক্লিন অ্যাক্টিভিটি’-র (Pulse Mode Clean Activity’) আওতায় কাজ করা নির্দেশ দেওয়া হল রাজ্যের সব পুরসভাকে।

লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জমা জল থেকে শুরু করে ফাঁকা জমি, ড্রেন এই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার করা নির্দেশ এল প্রশাসনের তরফ থেকে। পুজোর আগে এবং পুজোর পরে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষভাবে নজর দিতে হবে। ভিক্টর কন্ট্রোল মনিটরিং (Victor Control Monitoring) অফিসারদের তাঁদের নির্দিষ্ট করে দেওয়া ওয়ার্ডগুলি পরিদর্শন করতে হবে। ডেঙ্গি আটকাতে নতুন মডেল তৈরি করে এগোতে চাইছে সরকার। দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে আগের মতো করেই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। প্রতিটি পৌরসভার অধীনস্থ এক্সিকিউটিভ অফিসার পদের দায়িত্ব যাঁরা আছেন তাঁরা নজরদারি করবেন ।পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। সরেজমিনে সবটা দেখে রিপোর্ট দিতে হবে এক্সিকিউটিভ পদের দায়িত্বগত অফিসারদের, স্পষ্ট জানিয়ে দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলিংয়েও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই সাত জেলাতে অ্যান্টি লার্ভা স্প্রে বাড়ানোর পাশাপাশি ইনডোর ফগিং,স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলে রেসিডুয়াল স্প্রে’ করার ক্ষেত্রে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুরনিগমগুলিকে।

spot_img

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...