Wednesday, May 7, 2025

যাত্রী দুর্ভোগের কথা ভেবে SBSTC-র অস্থায়ী বাস কর্মীদের ২৬ দিন কাজের প্রতিশ্রুতি পরিবহনমন্ত্রীর

Date:

Share post:

পুজোর মরশুমে যাত্রী দুর্ভোগ রুখতে তৎপর রাজ্য। SBSTC-র অস্থায়ী বাস কর্মীদের  কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধের পাশাপাশি তাঁদের দাবি মেনে  মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী। সঙ্গে আন্দোলনকারীদের অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি পুজোর পর ছুটি সংক্রান্ত দাবিদাওয়া নিয়েও আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: SBSTC-র অস্থায়ী কর্মীদের লাগাতার আন্দোলনের জেরে দুর্ভোগে নিত্যযাত্রীরা

পুজোর মরশুমেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত। এই নিয়ে দুর্ভোগের সপ্তম দিনে পড়েছে। বেশ কিছু জেলায় সরকারি বাস পরিষেবা কার্যত বন্ধের মুখে। যার জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা। মহালয়ার পরও কর্মবিরতি তুলে নেওয়ার নাম নেই। দুর্গাপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম, সর্বত্রই গন্তব্যে পৌঁছতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন বহু মানুষ।দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা। সোমবার এ নিয়ে নড়েচড়ে বসেন পরিবহনমন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী। তিনি জানান, অস্থায়ী বাস কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধের পাশাপাশি তাঁদের দাবি মেনে  মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেন।


তবে সোমবার পরিবহন মন্ত্রীর আশ্বাসের পরে,অস্থায়ী বাস কর্মীরা জানিয়েছেন, প্রেসবিবৃতি দিলে কর্মবিরতি তুলে নেওয়া হবে। আপাতত দিঘা ডিপো থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা হয়েছে। এই ডিপো থেকেই সবার আগে কর্মবিরতির আন্দোলন শুরু হয়েছিল।


spot_img

Related articles

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...