Tuesday, November 11, 2025

যাত্রী দুর্ভোগের কথা ভেবে SBSTC-র অস্থায়ী বাস কর্মীদের ২৬ দিন কাজের প্রতিশ্রুতি পরিবহনমন্ত্রীর

Date:

Share post:

পুজোর মরশুমে যাত্রী দুর্ভোগ রুখতে তৎপর রাজ্য। SBSTC-র অস্থায়ী বাস কর্মীদের  কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধের পাশাপাশি তাঁদের দাবি মেনে  মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী। সঙ্গে আন্দোলনকারীদের অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি পুজোর পর ছুটি সংক্রান্ত দাবিদাওয়া নিয়েও আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: SBSTC-র অস্থায়ী কর্মীদের লাগাতার আন্দোলনের জেরে দুর্ভোগে নিত্যযাত্রীরা

পুজোর মরশুমেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত। এই নিয়ে দুর্ভোগের সপ্তম দিনে পড়েছে। বেশ কিছু জেলায় সরকারি বাস পরিষেবা কার্যত বন্ধের মুখে। যার জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা। মহালয়ার পরও কর্মবিরতি তুলে নেওয়ার নাম নেই। দুর্গাপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম, সর্বত্রই গন্তব্যে পৌঁছতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন বহু মানুষ।দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা। সোমবার এ নিয়ে নড়েচড়ে বসেন পরিবহনমন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী। তিনি জানান, অস্থায়ী বাস কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধের পাশাপাশি তাঁদের দাবি মেনে  মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেন।


তবে সোমবার পরিবহন মন্ত্রীর আশ্বাসের পরে,অস্থায়ী বাস কর্মীরা জানিয়েছেন, প্রেসবিবৃতি দিলে কর্মবিরতি তুলে নেওয়া হবে। আপাতত দিঘা ডিপো থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা হয়েছে। এই ডিপো থেকেই সবার আগে কর্মবিরতির আন্দোলন শুরু হয়েছিল।


spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...