Monday, August 25, 2025

পুজোর আগেই সুখবর! ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট, ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের

Date:

Share post:

এবছর ১১ ডিসেম্বরেই প্রাথমিকের টেট। বৈঠকের পরে জানালেন পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল (Goutam Paul)। এদিন সকালেই, সকালে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পরবর্তী TET-এর কথা জানিয়ে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ১১ হাজার শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষা হবে। পুজোর আগেই বিজ্ঞপ্তি প্রকাশ। পুজোর ছুটির পর রেজিস্ট্রেশন শুরু হবে। কবে থেকে পোর্টাল খুলবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। যে দিন পোর্টাল খুলবে, সে দিন থেকেই চাকরিপ্রার্থীরা নাম নথিভুক্ত করতে পারবেন। পোর্টালের মাধ্যমেই চাকরিপ্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

একনজরে টেট নিয়ে যা যা জানালেন গৌতম পাল-
• ১১ ডিসেম্বরেই প্রাথমিকের টেট
• ১১ হাজার শূন্য পদে নিয়োগের জন্য হবে পরীক্ষা
• পুজোর আগেই বিজ্ঞপ্তি প্রকাশ
• পুজোর ছুটির পর শুরু হবে রেজিস্ট্রেশন
• কবে থেকে পোর্টাল খুলবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে
• যে দিন পোর্টাল খুলবে, সে দিন থেকেই নাম নথিভুক্ত করা যাবে
• পোর্টালের মাধ্যমেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে

ডিসেম্বরেই (December) প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান জানিয়ে ছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এদিন, ব্রাত্য জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই লিখিত পরীক্ষা হবে। এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিদ্যাসাগর অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি জানান, পরবর্তী টেট নিয়ে পর্ষদের সঙ্গে তাঁর কথা হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পরীক্ষা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, পর্ষদের সঙ্গে শিক্ষা দফতরের বৈঠকের পর তারিখ ঘোষণা করা হবে। সেই মতোই এদিন বিকেলে দিন ঘোষণা করেন গৌতম। জানান, এবার থেকে প্রতি বছর হবে টেট।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, ধৈর্য্য ধরুন। সঠিক সময় নিয়োগ হবে। সেই মতোই পুজোর আগেই টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য। প্রাথমিকে শিক্ষক নিয়োগে যে সব জায়গায় জট হয়েছে। সেই সব জায়গার জট খোলার চেষ্টা চলছে। একই সঙ্গে নতুন নিয়োগেরও পদ্ধতি চালু হচ্ছে। ফলে চাকরিপ্রার্থীদের জন্য পুজোর আগেই এলো সুখবর।

 

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...