Saturday, January 10, 2026

লড়াই সংগ্রামের আরেক নাম বুল্টি রায়, স্বপ্ন দেশের হয়ে পদক জয়

Date:

Share post:

সুমন করাতি,হুগলি : লড়াই সংগ্রামের আরেক নাম বুল্টি রায়। তারকেশ্বর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুল্টি। ছয় বছর বয়স থেকে অ্যাথলেটিক্সে আসা তাঁর। স্বপ্নের দৌঁড়ে এসে একাধিক সাফল্য এসেছে বুল্টির ঝুলিতে। বুল্টির স্বপ্ন আগামী দিনে দেশের হয়ে সোনার পদক জয় করা।

ক্ষেতমজুর পরিবারের মেয়ে বুল্টি রায়। মেয়ের খেলার প্রতি ভালোবাসা দেখে চাষের গরু বিক্রি করে বুল্টিকে অনুশীলনের জুতো কিনে দিয়েছিলেন বুল্টির বাবা।  তারপর একাধিক সাফল্যও পেয়েছেন বুল্টি। এরপর আর থামানো যায়নি বুল্টিকে। বুল্টির সাফল্যের ঝুলিতে আসে একের পর এক পদক, ট্রফি, মানপত্র।

তারকেশ্বরের অ্যাথিলেটিক কোচ শিবপ্রসাদ ধারার কাছে প্রশিক্ষন নিয়ে জেলা থেকে রাজ্যস্তরে দৌড় প্রতিযোগিতায় স্থানাধিকারী হয়েছেন বুল্টি। ২০১৭ সালে রাজ্যস্তরে ৪০০ মিটার হার্ডেলস-এ প্রথম স্থান অধিকার করে। এরপর ২০২১ সালে ৩৬ তম স্টেট মাস্টার্স অ্যাথলেটিক্স মিট- এ ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটারের দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বুল্টি। এরপর ওই বছরই চেন্নাই তে ‘মাস্টার্স অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া’ সংস্থার পক্ষ থেকে জাতীয় স্তরে অংশগ্রহণ করে ২০০ মিটার, ৪০০ মিটার দৌড় ও ৪০০ মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন হয় ৩০ বছরের বুল্টি। এছাড়া ওই বছর সল্টলেকে সাইয়ের মাঠে রাজ্য মিটে ৪০০ মিটার হার্ডলসে সিনিয়র বিভাগে সোনা অর্জন করে। বুল্টির এবার স্বপ্ন দেশের নাম উজ্জ্বল করা। দেশের হয়ে সোনা জয় করা।

স্বপ্ন বড় হলেও, রাস্তাটা কঠিন। ২০১০ সালে বিয়ে করেন সন্তোষ রায় নামে এক ট্রেন হকারকে। দিনমজুর স্বামী ও দুই সন্তানকে নিয়ে ছোট্ট প্লাস্টিকের ছাউনি দেওয়া জীর্ন ভাড়া বাড়িতে কষ্টে বাস করছে বুল্টি। বাড়ির জানালায় লাগানো রয়েছে কাগজের পিচবোর্ড। প্রতিযোগিতায় পাওয়া ট্রাফিতে পড়েছে মাকড়সার জাল, অগুনতিক পদকে পড়েছে মরচে। সংসার সামলে, সন্তানদের পড়াশুনা করিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে বুল্টি। স্বপ্ন একটাই, আগামীদিনে ক্রীয়াবিদ পিটি উষা হয়ে দেশের হয়ে পদক অর্জন করা। তাই আধপেটা খেয়ে সংসার সামলে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে বুল্টি।

আরও পড়ুন:ম‍্যাচের আগেরদিন রাতে ছিলেন অসুস্থ, চিকিৎসকের কাছে ইঞ্জেকশনও চান সূর্যকুমার

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...