Saturday, November 29, 2025

সুপ্রিম রক্ষাকবচ সত্ত্বেও সিবিআই দফতরে হাজিরা এড়ালেন মানিক

Date:

Share post:

আজ বুধবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya), একদিনের রক্ষাকবচ সুপ্রিম কোর্টের। বুধবার শীর্ষ আদালতে ফের মানিকবাবুর আবেদনের শুনানি হবে। যদিও মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় রাত ৮টার মধ্যে তাঁকে সিবিআই-এর কাছে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি গাঙ্গোপাধ্যায় বলেছিলেন, চাইলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে গ্রেফতারও করতে পারবে গোয়েন্দা বিভাগ। আর তারপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।

মঙ্গলবার টেট দুর্নীতিতে ফের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। ‘২০ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কার কার ওএমআর শিট নষ্ট? সেই তথ্য অজানা পর্ষদের কাছে। ওএমআর শিট নষ্টের বিষয়ে পর্ষদের ভূমিকা সন্দেহজনক ও ঢিলেঢালা বলে মন্তব্য করে হাইকোর্ট। প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী সংস্থা। তিনি যদি তদন্তে সহযোগিতা না করেন, তাহলে তাঁকে হেফাজতে নিয়েও জেরা করা যেতে পারে’ বলে জানান বিচারপতি গাঙ্গুলি।

এই নির্দেশের পরেই প্রশ্ন ওঠে, তবে কি মঙ্গলবারই গ্রেফতার হবেন মানিকবাবু? কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, বুধবার পর্যন্ত কোনও গ্রেফতার নয়। তবে তারপর তাঁকে হেফাজতে নেওয়া যাবে কিনা, সে ব্যাপারে শুনানি হবে আজ।

উল্লেখ্য, শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন (SLP) দাখিল করেছেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানান তিনি। ২৭ সেপ্টেম্বর বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। ২০১৪-র টেট পরীক্ষার উত্তরপত্র নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই বিষয়ে রিপোর্ট এক মাসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি (Enforcement Directorate) জেরা করেছে মানিক ভট্টাচার্যকে। এবার সিবিআই দফতরে তাঁকে তলব করা হয়েছে। যদিও মঙ্গলবার সিবিআই দফতরে তিনি যাননি। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে সিবিআই কোন পথে হাঁটে সেদিকেই তাকিয়ে আছে সবাই।

spot_img

Related articles

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...