Wednesday, August 27, 2025

পুরশুড়ায় তৃণমূল কর্মীর রহস্যজনক মৃ*ত্যু

Date:

Share post:

তৃণমূলের কর্মীর ছিন্নবিছিন্ন দেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ছড়াল পুরশুড়ায়।  বুধবার রেল স্টেশনের ধারে ধড় পাওয়া যায়। তার বেশ কিছুটা দূরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় মুণ্ড।তৃণমূল নেতার মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:বিরাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার বাবুলাল ঘনিষ্ঠ যুবক

বুধবার সকালে পুরশুড়ার সোদপুর রাউতারা গ্রামের বাসিন্দা শেখ মহম্মদ রফিক ওরফে সাহেব (২৯)-এর দেহ পাওয়া যায় হাওড়া-আরামবাগ রেলপথের তোকিপুর রেল স্টেশনের কাছ থেকে। সেখান থেকে প্রায় ৬০০ মিটার দূরে ঝোপজঙ্গল থেকে পাওয়া যায় সাহেবের মুণ্ড। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব জানার অভিযোগ, বিজেপি ‘হিংসার রাজনীতি’ করছে। তারাই ‘সক্রিয় তৃণমূল কর্মী’ সাহেবকে খুন করেছে ।যদিও বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে কোনও যোগ নেই গেরুয়া শিবিরের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ ফোনে সাহেব তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। সেই সময় তিনি তোকিপুরে রয়েছেন বলে জানিয়েছিলেন। মঙ্গলবার তোকিপুরে থাকাকালীন সাহেবের সঙ্গী ছিলেন শুভাশিস ভৌমিক নামে তাঁর এক বন্ধু। তাঁরা একসঙ্গেই বেরিয়েছিলেন বাইক নিয়ে। এদিকে শুভাশিসের দাবি,  রাত ১২টা নাগাদ তিনি সাহেবকে তোকিপুরে নামিয়ে দিয়ে চলে যান।

অন্যদিকে সাহেবের স্ত্রী সুন্দরী বেগমের দাবি, তকিপুর এলাকার এক তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল সাহেবের। সুন্দরী জানান, মঙ্গলবারই  ওই তরুণীর সঙ্গে অশান্তি হয়েছিল সাহেবের। তাই ওই তরুণীকেই মৃত্যুর জন্য দায়ী করছেন তিনি।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...