ওয়াঘা সীমান্তে এবার উড়বে দেশের উচ্চতম ৪১৮ ফুটের জাতীয় পতাকা

সম্ভবত যৌথ চেক পোস্টের কাছে যেখানে পর্যটকদের গ্যালারি রয়েছে, সেখানেই উড়বে ওই সুদীর্ঘ জাতীয় পতাকা।

ওয়াঘা সীমান্তে (Wagah-Attari border) এবার উড়বে ৪১৮ ফুটের তেরঙ্গা (Natgional flag)। এটাই হবে দেশের উচ্চতম জাতীয় পতাকা। ভারত-পাকিস্তান সীমান্তের ওই পতাকা দৈর্ঘ্যে পিছনে ফেলবে সীমান্তের ওপাশে উড়তে থাকা পাকিস্তানের (Pakistan) পতাকাকে।

বর্তমানে আট্টারি সীমান্তে ভারতের পতাকা ৩৬০ ফুট উঁচুতে ওড়ে। ৩.৫ কোটি টাকা ব্যয় করে ২০১৭ সালে তা ওড়ানো হয়েছিল। এরপরই নড়েচড়ে বসে পাকিস্তান। ওই বছরের অগাস্টে ওয়াঘা চেকপোস্টের অন্যপ্রান্তে আরও উঁচুতে (৪০০ ফুট) পতাকা বসায় পাকিস্তান। এবার পাকিস্তানকে ছাপিয়ে আরও উঁচুতে জাতীয় পতাকা ওড়াতে চলেছে ভারত।

ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের থেকে সবুজ সংকেত মেলার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষ টেন্ডার ডাকে। একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। তবে ঠিক কোথায় পতাকার দণ্ড বসানো হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় পতাকার (দণ্ড) বসানোর প্রক্রিয়া ১৫-২০ দিনের মধ্যে শুরু হবে।
জানা গিয়েছে, আপাতত যে উচ্চতায় ভারতের জাতীয় পতাকা আছে, তা ব্রিটিং রিট্রিট অনুষ্ঠানের সময় ভালোভাবে দেখতে পান না দর্শকরা। গ্যালারির ভবনের উচ্চতার কারণে এই সমস্যা। সেজন্যই দ্রুত ৪১৮ ফুট উচ্চতায় ভারতের তেরঙা ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এখন যে পতাকা উড়ছে, তা সরিয়ে দেওয়ার বা বদলানোর কোনও পরিকল্পনা আপাতত নেই। নতুন পতাকা ওড়ানোর পর পুরনো পতাকা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিএসএফের পরামর্শ মেনে সম্ভবত যৌথ চেক পোস্টের কাছে যেখানে পর্যটকদের গ্যালারি রয়েছে, সেখানেই উড়বে ওই সুদীর্ঘ জাতীয় পতাকা।