আগামিকাল আইএসএলের (ISL) অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল (EastBengal)। প্রথম ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। গত দু’মরশুমের ব্যর্থতা ভুলে নতুন করে অধ্যায় শুরু করতে চান লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন।

কেরলের বিরুদ্ধে নামার আগে লাল-হলুদ কোচ বলেন,” অতীত, অতীতই। গত দু’বার যা হয়েছে, তা আমার হাতে ছিল না। কিন্তু এই মরশুমে কী হতে পারে, তার কিছুটা আমার হাতে। সবাই খুব পরিশ্রম করেছে। ছ’সপ্তাহ আগে আমার হাতে মাত্র ১২ জন ছিল। এখন আমার স্কোয়াডে ২৬ জন আছে। তারা সবাই যথেষ্ট পরিশ্রম করেছে। এখনও আমরা পুরোপুরি তৈরি নই ঠিকই। তবে এটুকু নিশ্চিত ভাবে বলতে পারি। কাল আমরা হারার জন্য নামব না। আমরা জেতার জন্য মাঠে নামব। নিজেদের ১০০% দেব।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,” প্রত্যেক ফুটবলারকে মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। ভুল হতেই পারে। ভুল ক্ষমা করে দিই। কিন্তু যারা চেষ্টা করে না, তাদের ক্ষমা করতে পারি না।”

এদিকে আইএসএল-এ নকআউটে ওঠা নিয়ে স্টিফেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন,” ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো দলগুলোও কোনও না কোনও সময় প্রিমিয়ার লিগে অবনমনের আওতায় পড়েছে। কেউ যদি ঠিক পথে না চলে, তা হলে তাকে তার মাশুল দিতেই হবে। আমাদের ক্লাবের বয়স ১০৩ বছর। সেই ইতিহাসের দিকে তাকালে তো ভাল লাগেই। কিন্তু সেই ইতিহাস ধরে রাখতে গেলে বর্তমানেও সাফল্য ধরে রাখতে হয়। সেই চেষ্টাই করব।”

আরও পড়ুন:কিশোর কুমারের বাড়ি কিনে রেস্তোরাঁ বানালেন বিরাট, গাইলেন গান
