Thursday, December 18, 2025

কাতার বিশ্বকাপের সময় বন্ধ থাকবে সে দেশের সরকারি দফতর, বন্ধ রাখা হবে সমস্ত বিদ‍্যালয়ও

Date:

Share post:

বড় সিদ্ধান্ত নিল কাতার প্রশাসন। ২০২২ কাতার বিশ্বকাপ (Qatar World Cup) ফুটবলের সময় বন্ধ থাকবে সে দেশের সব সরকারি দফতর। বন্ধ রাখা হবে সে দেশের সমস্ত বিদ‍্যালয়। ছুটি পাবে বিদ্যালয়ের পড়ুয়ারা। এমনকি সে দেশের সরকারি কর্মীদের দফতরে যেতে হবে না। বাড়িতে বসেই সামলাবেন দফতরের কাজকর্ম। এমনই সিদ্ধান্ত নিল কাতারের প্রশাসন।

এই নিয়ে কাতার সরকারের জনসংযোগ বিভাগের মুখপাত্র মহম্মদ আল হাজরি বলেন, “সুষ্ঠু ভাবে বিশ্বকাপ আয়োজন করতে এবং জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অপরদিকে কাতার প্রশাসনের পক্ষে জানানো হয়েছে, “বিশ্বকাপের জন্য গণ পরিবহণ ব্যবস্থার কিছু রদবদল করা হল। বিশ্বকাপে আটটি স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের পৌঁছতে যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করা হবে। তাতে কর্মস্থল বা বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা তৈরি হবে। অস্বাভাবিক চাপ তৈরি হবে গণ পরিবহণের উপর। সাধারণ মানুষের হয়রানির কথা ভেবেই নতুন নির্দেশিকা জারি করেছে কাতার প্রশাসন।”

আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে চলবে ফুটবলের বিশ্বযুদ্ধ। আর এই কারণে নতুন নির্দেশিকা আনা হয়ছে সে দেশে। নতুন নির্দেশিকা অনুযায়ী ১ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সে দেশের ৮০ শতাংশ সরকারি কর্মীকে দফতরে যেতে হবে না। কাজ করতে হবে বাড়ি থেকে। যাঁদের দফতরে না গেলেই নয়, শুধু তাঁরাই দফতরে গিয়ে কাজ করবেন। তাঁদের সংখ্যা ২০ শতাংশের বেশি হবে না। বিশ্বকাপের সময় বন্ধ রাখা হবে দেশের সমস্ত বিদ্যালয়। ১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ক্লাস হবে দুপুর ১২টা পর্যন্ত। ১৮ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সব বিদ্যালয়।

আরও পড়ুন:দ্বিতীয়বারের জন্য বিসিসিআইয়ের সভাপতি পদের জন্য লড়ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় : সূত্র

spot_img

Related articles

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...

ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মন্তব্য মেসি ভক্তের, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

যুবভারতী কাণ্ডে ইচ্ছাকৃত নাম জড়িয়ে কুৎসা, সুনাম নষ্টের অভিযোগে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ...

MGNREGA-র নাম বদল নিয়ে কেন্দ্রের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর, গান্ধীজির নামে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম

বিরোধীদের তুমুল আপত্তি সত্ত্বেও লোকসভায় যেদিন পাশ হল ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ অর্থাৎ...