Sunday, August 24, 2025

মোষের পরে গরু! ফের ধাক্কা ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে

Date:

Share post:

২৪ ঘণ্টা কাটল না। ফের দুর্ঘটনার (Accident) কবলে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বৃহস্পতিবারই বন্দে ভারত এক্সপ্রেসে ধাক্কা মেরেছিল মোষ। একেবারে দুমড়ে মুচড়ে গেছিল সেমি হাই স্পিড ট্রেনটির (Semi High Speed Train) সামনের অংশ। আর শুক্রবার একই জায়গায় ধাক্কা মারল একটি গরু। তবে এবারের ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই সামান্য।

গুজরাটের আনন্দ স্টেশনের (Anand Railway Station) কাছে শুক্রবার সকালে গরুকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। রেলের এক আধিকারিক জানিয়েছেন, সেমি-হাই স্পিডের ওই ট্রেনের বিশেষ কোনও ক্ষতি হয়নি। তবে নোস প্যানেল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নির্দিষ্ট সময়েই ট্রেন গন্তব্যে পৌছে যায়। কিন্তু বারবার এমন দুর্ঘটনা বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পর গরু মালিকদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর (FIR)। অন্যদিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Rail Minister Ashwini Vaishnaw) জানান, এই ধরনের ঘটনা কিছুতেই এড়ানো যাবে না। এই সেমি হাই স্পিড এক্সপ্রেস ট্রেনটি চালু করার আগেই এই ঝুঁকির কথা ভাবা হয়েছে।

বৃহস্পতিবার গুজরাটের আমেদাবাদের কাছে মোষের পালের সঙ্গে ধাক্কা লাগে মুম্বাই-গান্ধীনগর (Mumbai Gandhi Nagar) বন্দে ভারত এক্সপ্রেসের। সময় নষ্ট না করে একদিনের মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম কোচের সামনের অংশটি বদলে দেওয়া হয়। পশ্চিম রেলওয়ের সিপিআরও-র (CPRO) তরফে জানানো হয়েছে, মুম্বাইয়ের সেন্ট্রাল ডিপোতে বন্দে ভারত এক্সপ্রেসের সামনের কোচের অংশটি বদলে দেওয়া হয়েছে। এই রক্ষণাবেক্ষণের কাজের জন্য অতিরিক্ত কোনও সময়ই খরচ হয়নি।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...