Saturday, August 23, 2025

মা–মেয়ে, দু’জনের সঙ্গে ঘনিষ্ঠতাই অয়ন খু*নের মূল কারণ!

Date:

Share post:

অয়ন মণ্ডল খু*নের ঘটনায় নয়া মোড় নিয়েছে। হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনে পরতে পরতে বেরিয়ে আসছে নানা তথ্য। আর ততই পুলিশের কপালে ভাঁজ পড়েছে। এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, গোটা খু*নের নীল নকশা ছিল অয়ন মণ্ডলের বান্ধবীর মায়ের। এমনকী তারপর কীভাবে দেহ লোপাট করা হবে—তার পরিকল্পনা সাজিয়ে দেন বান্ধবীর বাবা। দফায় দফায় জেরায় এই তথ্য পেয়েছে পুলিশ।

আগেই অয়নের বাবা অমর মণ্ডল দাবি করেছিলেন, মা–মেয়ে, দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠতার সম্পর্ক ছিল তাঁর ছেলে অয়নের। এবার সেই দাবি করছে পুলিশও। তদন্তে নেমে পুলিশ ত্রিকোণ প্রেমের তথ্য হাতে পেয়েছে। আর এই ত্রিকোণ সম্পর্কের জেরেই খু*ন হয়েছেন অয়ন মণ্ডল বলে প্রমাণ পেয়েছে পুলিশ।
বিজয়া দশমীর রাতে অয়ন মণ্ডলকে পরিকল্পনামাফিক বাড়িতে ডেকে ইট, বাঁশ–রড দিয়ে মারধর করে খুন করা হয়। মেয়ের সঙ্গে আট বছর প্রেমের সম্পর্ক ছিল অয়নের। একদিন মেয়ে বাড়ি না থাকা অবস্থায় সেখানে পৌঁছয় অয়ন। তখন অয়নকে বাড়িতে ঢুকিয়ে সম্পর্কে জড়িয়ে ধরেন বান্ধবীর মা রিমা জানা। তারপর থেকেই বান্ধবীর মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। আর প্রীতি বাড়িতে না থাকলে সেখানে যেত অয়ন। আবার প্রীতির সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলত অয়ন।
জানা গিয়েছে, মৃতদেহ লোপাটের সঙ্গে সঙ্গেই অয়নের মোবাইল সুইচড অফ করে ফেলে দেওয়া হয় জলে। আর এই খুন করে ওড়িশায় আত্মীয়ের বাড়িতে গা–ঢাকা দেয় নিহতের বান্ধবীর ভাইয়ের এক বন্ধু। যাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে এসেছে।
সূত্রের খবর, ঘটনার দিন রাতেই বান্ধবী প্রীতির সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেন মা রিমা জানা। মায়ের সঙ্গেও অয়নের সম্পর্কও ছিল। তাই এই দৃশ্য তিনি মেনে নিতে পারেননি। তখন ভাইকে ডেকে আনেন মা। তারপর ভাই তার বন্ধুদের ডেকে গোটা অপারেশনটি চালায় বলে উল্লেখ রয়েছে পুলিশের রিপোর্টে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের দেহে বড় কোনও আঘাতের চিহ্ন নেই। শনিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আর পরিবারের অভিযোগ, বিজয়া দশমীর দিনই খু*ন করা হয়েছে অয়নকে। ভোঁতা অস্ত্র দিয়ে আঘাতের জেরেই মৃত্যু হয়েছে। বান্ধবীর ১১ বছরের ভাই আঘাত করে অয়নকে। তবে কীভাবে যুবকের দেহ হরিদেবপুর থেকে মগরাহাট গেল?‌ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...