টালিগঞ্জের প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে মন্ত্রী অরূপ বিশ্বাস

টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে রয়েছে দমকলের বিশাল বাহিনী। গোডাউনে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই গোডাউনের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন দমকলের ১ কর্মী। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: কুদঘাটের বাবুরাম ঘোষ রোডে গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল

কুদঘাটের বাবুরাম ঘোষ রোদের গুদামটি জনবসতিপূর্ণ হওয়ায় প্রথমে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন এলেও পরে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকায় সেখানে রয়েছে দমকলের প্রায় ১৮টি ইঞ্জিন। এদিকে আগুন লাগার পর আশেপাশের বাড়িগুলি খালি করা হয়েছে। আগুনের তাপে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও ফাটল দেখা গিয়েছে। প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে দেখা করছেন ও তাঁদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে গুদামটি। আগুন লাগার সময় গুদামটিতে কেউ উপস্থিত ছিলেন না। কিন্তু প্রযোজনা সংস্থার বিপুল সরঞ্জাম সেখানে রাখা ছিল। সেগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে।