Monday, November 10, 2025

তাপস রায়ের পাশে দাঁড়িয়ে সুদীপকে “বুড়ো খোকা” কটাক্ষ মদনের

Date:

Share post:

দলের দুই বর্ষীয়ান নেতার সংঘাতকে কেন্দ্র করে উত্তর কলকাতায় তৃণমূলের অন্দরে অভ্যন্তরীণ কলহ প্রকট হয়েছে। সেই আবহে এবার ঢুকে পড়লেন আরেক সিনিয়র লিডার মদন মিত্র। এই ইস্যুতে তাপস রায়ের পাশে দাঁড়ালেন কামারহাটির বিধায়ক। শুধু পাশে দাঁড়ানো নয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে দিলেন মদন। সেইসঙ্গে উত্তর কলকাতার সাংসদকে “বুড়ো খোকা” বলেও কটাক্ষ করলেন।

ঘটনার সূত্রপাত, তৃণমূল থেকে যাওয়া নব্য বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের বাড়ির পুজোয় গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যে তমোঘ্ন ঘোষ একটা সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূলের ছাত্রনেতা ছিলেন। দল ছাড়ার পরও তমোঘ্ন ও তাঁদের গোটা পরিবারের সঙ্গে সখ্যতা রেখে চলছেন সুদীপ। শুধু তাই নয়, পুজোয় শুভেন্দু অধিকারী, কল্যাণ চৌবের সঙ্গে তমোঘ্ন ঘোষের বাড়িতে খোশমেজাজে দেখা গিয়েছে বর্ষীয়ান তৃণমূল সাংসদকে।

এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছিলেন উত্তর কলকাতায় তৃণমূলের আরেক বর্ষীয়ান নেতা তাপস রায়। বরানগরের বিধায়ক এমনও ইঙ্গিত দিয়েছেন, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থে দলের ক্ষতি করছেন। তাপসের দাবি, তমোঘ্নকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ। তৃণমূল ছাত্রপরিষদ সভাপতি করার কথা বলেছিলেন। তাই শীর্ষ নেতৃত্বকে সতর্ক থাকারও পরামর্শ দেন তাপস রায়।

যার জবাবে আবার সুদীপ বন্দ্যোপাধ্য়ায় বলেন, ”আমি বিজেপি নেতার বাড়িতে আবার যাব। যতবার ইচ্ছে ততবার যাব।” সুদীপের এই মন্তব্যেরই কড়া সমালোচনা করেছেন মদন মিত্র। তাপস রায়ের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ”সুদীপের এই মন্তব্য শিষ্টাচার বিরোধী। সুদীপ খুব সিনিয়র লিডার। কিন্তু তৃণমূলের হুইপ ছাড়া জেতা মুশকিল।”

সুর চড়িয়ে মদন মিত্রের আরও সংযোজন, “এই যে ঔদ্ধত্য, এটা ঠিক হচ্ছে না। আমি সুদীপদাকে বলছি আপনি যদি চিপ হুইপ হয়ে এই দৃষ্টান্ত তৈরি করেন যে, আমি বেনিয়ম করব। বেশ করব। যা ইচ্ছে তাই করব। আবার বিজেপি নেতার বাড়ি যাব। তবে কাল যদি আপনার পাশের বাড়ির ছেলেটা বলে আমি আপনার ওয়ার্ডে আপনার পাড়ায় যে বিজেপি করে তার বাড়ি যাব, তখন আপনি কী করবেন? ছোটোবেলায় শুনেছি যে, তেলের শিশি ভাঙলে পরে খোকার উপর রাগ কর, তোমরা যে সব বুড়ো খোকা দলটা ভেঙে ভাগ কর! এটা খারাপ লাগছে।”

spot_img

Related articles

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...